সানি সরকার, শিলিগুড়ি: প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ (Bengal Weather)। রবিবার আকাশ ঝলমলে হয়ে উঠলেও বুধ, বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। এমন পরিস্থিতিতে দুর্যোগ মোকাবিলা করে কীভাবে উৎসব উদযাপন করা যায়, তার দিক নির্দেশ করতে রবিবার বিকেলে প্রশাসনিক বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরকন্যায় (Uttarkanya) বিকেল ৫টায় জেলা প্রশাসনগুলির কর্তাদের উপস্থিতিতে বৈঠক শুরু হওয়ার কথা। বৈঠকে থাকতে পারেন মুখ্যসচিব।
প্রশাসনিক সূত্রে খবর, এদিন বিকেল ৪টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছোবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সরাসরি তিনি উত্তরকন্যায় পৌঁছে বৈঠকে পৌরোহিত্য করবেন। দার্জিলিং এবং কালিম্পংয়ের পরিস্থিতি সম্পর্কে জেলা প্রশাসনের তরফে রিপোর্ট নেবেন। বৈঠকে আলোচনা হবে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির পরিস্থিতি নিয়েও।