Exclusive

North Bengal University | কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়ার তোড়জোড়, কোর্সে বদল আনছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

শুভজিৎ দত্ত, নাগরাকাটা: কলেজ স্তরের নয়া ভর্তিতে (College Admission) কোর্সের ক্ষেত্রে রদবদল করেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় (North Bengal University)। নতুন শিক্ষানীতি-২০২০ অনুযায়ীই (New Education Policy) সবকিছু বাস্তবায়িত হবে। তবে আগেরবারের মতো এবার আর সিঙ্গল মেজর এবং টু মাইনর নয়। দুটো ভাগে ভাগ করা হয়েছে কোর্সকে। প্রথমটি সিঙ্গল মেজর উইথ সিঙ্গল মাইনর। অপরটি মাল্টিডিসিপ্লিনারি। প্রথম কোর্সের ক্ষেত্রে কোনও পড়ুয়াকে আবেদন করতে হলে ইংরেজি সহ উচ্চমাধ্যমিকের মোট নম্বর ও যে বিষয়কে মেজর হিসেবে বেছে নেওয়া হচ্ছে তাতেও শতকরা ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। অথবা ইংরেজি সহ মোট নম্বরে শতকরা ৫০ শতাংশ থাকলেও আবেদন করা যাবে। সেক্ষেত্রে শর্ত থাকছে মেজরের জন্য আবেদন করা বিষয়টিতে ৬০ শতাংশ থাকতে হবে। এর বাইরে সংরক্ষণের নীতির বিষয়টি বলবৎ থাকছে।

অন্যদিকে, মাল্টিডিসিপ্লিনারি কোর্সে প্রাপ্ত নম্বরের শতাংশের ক্ষেত্রে কোনও বাছবিচার নেই। শুধু উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হলেই চলবে। সরকারি নির্দেশ অনুসারে এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজগুলিতে ভর্তির পুরো প্রক্রিয়াটিই অনলাইনের কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে হবে। বিশ্ববিদ্যালয়ের ইনস্পেকটর অফ কলেজেস (আইসি) ডঃ দেবাশিস দত্ত বলেন, ‘ছাত্রছাত্রীদের স্বার্থে কোর্সের ক্ষেত্রে এই বদল আনা হচ্ছে। কলেজগুলির কাছ থেকে যে সমস্ত বিষয় পড়ানো হয় সেগুলির সমস্ত তথ্য চাওয়া হয়েছে। তা যাচাই করে দেখে চলতি সপ্তাহের মধ্যেই অনুমোদন করে ভর্তির কেন্দ্রীয় পোর্টালে পাঠিয়ে দেওয়া হবে।’

সংশ্লিষ্ট সূত্রে গতবছর ওয়ান মেজর-টু মাইনর নীতির ওপর ভর্তি করা হয়। পরে দেখা যায় শতকরা ৯০ শতাংশ ছাত্রছাত্রী কোনও না কোনও বিষয়ে ফেল করে দ্বিতীয় সিমেস্টারে ওঠে। পরিষ্কার পাশ বলতে ছিল মোটে ১০ শতাংশ। যা নিয়ে ব্যাপক আলোড়ন পড়ে শিক্ষা মহলে। পরবর্তীতে সমস্যার জায়গাগুলি চিহ্নিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন অ্যান্ড এগজামিনেশন রেগুলেশন কমিটির একাধিক বৈঠক হয়। তাতে বেশ কিছু কলেজ অধ্যক্ষর পাশাপাশি কয়েকজন রয়েছেন। রেগুলেশন কমিটির বৈঠকেই কোর্সের ক্ষেত্রে রদবদল করার বিষয়টি চূড়ান্ত করা হয়। সেই মোতাবেক এবছর ভর্তি হবে।

অদলবদল করা কোর্সের প্রকৃতি ঠিক কীরকম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছে, সিঙ্গল মেজর উইথ সিঙ্গল মাইনরের কোর্সটির ক্ষেত্রে ধরা যাক কেউ বাংলাকে মেজর (সাবেক অনার্স) হিসেবে নিল। পাশাপাশি মাইনর হিসেবে নিল রাষ্ট্রবিজ্ঞানের মতো কোনও একটি বিষয়কে। সেক্ষেত্রে তাঁকে মেজর বিষয়ের ২৩টি পেপারের ওপর পরীক্ষা দিতে হবে। মাইনরের ক্ষেত্রে ওই সংখ্যা ৮। অন্যদিকে মাল্টিডিসিপ্লিনারি কোর্সের ক্ষেত্রে বিষয় থাকবে ৩টি। উদাহরণ হিসেবে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসকে ধরা হলে সেক্ষেত্রেও সব মিলিয়ে পেপার থাকবে ২৩টি। দুটি কোর্সই ৪ বছরের ও ৮টি সিমেস্টারের। বছরে দুটি করে সিমেস্টারের পরীক্ষা হবে। এছাড়া আরও ৪ ধরনের বিষয়ের ১১টি পেপার দুটি কোর্সেই সমানভাবে পড়তে হবে। কোর্সের রদবদলে সব ধরনের ছাত্রছাত্রীরাই নিজেদের মেধা অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ পাবে। তুলনামূলকভাবে চাপ কম থাকায় ফলাফলও সন্তোষজনক হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আওতাধীন মোট কলেজের সংখ্যা ৪৮। এর মধ্যে ৪১টি কলেজে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি হবে। বাকি ৪টি মিশনারিজ, ২টি সেল্ফ ফিন্যান্সড ও ১টি বিশ্ববিদ্যালয় কলেজ নিজেদের পোর্টালের মাধ্যমে ভর্তি নেবে। এই কোর্সের রদবদলের কোঅর্ডিনেটরের দায়িত্বে থাকা অধ্যাপক রাজেশ আগরওয়াল বলেন, ‘ওই ৭টি কলেজের পড়াশোনার কোর্সের ধরন বিশ্ববিদ্যালয় ঠিক করে দেওয়া গাইডলাইন অনুযায়ীই থাকছে।’

Kuhelika Barman

Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

IPL | গোপনীয়তা ভঙ্গের অভিযোগ! স্টার স্পোর্টসের উপর চটে লাল রোহিত শর্মা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের অভিযোগে এবার আইপিএল সম্প্রচারকারী চ্যানেলকে কাঠগড়ায় তুললেন রোহিত…

5 mins ago

Theft Case | দিনদুপুরে সরকারি স্কুলে চুরি

নিশিগঞ্জ: দিনদুপুরে সরকারি স্কুলের চুরির (Theft Case) ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহারের (Coochbehar) নিশিগঞ্জে (Nishiganj)।…

1 hour ago

জাতীয়স্তরে বিজ্ঞানমন্থন প্রতিযোগিতায় দ্বিতীয় জলপাইগুড়ির অদিতি

নাগরাকাটা: ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) ও ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম…

1 hour ago

Sand smuggling | দিনে দুপুরে ট্রলি বোঝাই করে বালি পাচার! নাম জড়াল তৃণমূল নেতার

রতুয়া: দিনে দুপুরে পাচার করা হচ্ছে ট্রলিবোঝাই বালি। এই বালিপাচার চক্রে নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূল…

1 hour ago

Smriti Mandhana | ‘এমন প্রত্যাবর্তনে দম লাগে’, বিরাটদের প্রশংসায় স্মৃতি মান্ধানা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চেন্নাইকে হারিয়ে আইপিএলের প্লে-অফে পৌঁছে গিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।…

2 hours ago

Lok Sabha Election 2024 | উন্নয়নের দাবিতে ভোট বয়কট উত্তরপ্রদেশ ও ঝাড়খন্ডের ৩ গ্রামে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৬ টি রাজ্য এবং ২ টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৪৯…

2 hours ago

This website uses cookies.