সিওল: উত্তর কোরিয়া (North Korea) এই প্রথম নিষিদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধকরণকেন্দ্রের (Uranium enrichment) ছবি প্রকাশ করল। শুক্রবার উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন তাঁর দেশের ইউরেনিয়াম সমৃদ্ধকরণকেন্দ্রটি পরিদর্শন করেন। তা পরিদর্শনের পর সেন্ট্রিফিউজের ছবি প্রকাশ করা হয়। সেন্ট্রিফিউজ পরমাণু বোমার জন্য জ্বালানি উৎপাদন করে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণকেন্দ্র পরিদর্শনের সময় কিম জং উন তাঁর দেশের পারমাণবিক অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করার ডাক দেন। এজন্য আরও বেশি সংখ্যায় পরমাণু বোমার উপকরণ উৎপাদন করতে বলেছেন। কিম জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলির হুমকির মোকাবিলায় পারমাণবিক অস্ত্রাগার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মরক্ষার জন্য যেমন এর প্রয়োজন রয়েছে একইভাবে আগাম আক্রমণের সক্ষমতা অর্জনে এর গুরুত্ব অপরিসীম। ২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৬টি ভূগর্ভস্থ্য পারমাণবিক পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ছবি প্রকাশের নিন্দা করেছে দক্ষিণ কোরিয়া।