বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

অপ্রশিক্ষিত ৩৬০০০ নয়, ৩০১৮৫! সংশোধনী চেয়ে হাইকোর্টে আবেদন মামলাকারীদের আইনজীবীর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি এক ধাক্কায় চাকরি গিয়েছে ৩৬ হাজার প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকের। নিয়োগ বাতিলের রায় দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই সংখ্যাটা ৩৬ হাজার নয়। ওটা হবে ৩০ হাজার ১৮৫। চাকরি বাতিলের সেই রায়ে সংশোধনী চেয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন মামলাকারীদের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তিনি আদালতে জানান, ‘টাইপোগ্রাফিক্যাল’ ভুল হয়েছে। সেই রায় সংশোধনের আর্জি জানান মামলাকারীদের আইনজীবী। মঙ্গলবার এই বিষয়টি নিয়ে শুনানির সম্ভাবনা রয়েছে।

২০১৬ সালের প্রাথমিকে নিয়োগ নিয়ে মামলা করেন প্রিয়ঙ্কা নস্কর-সহ ১৪০ জন বঞ্চিত চাকরিপ্রার্থী। তাঁদের আইনজীবী তরুণজ্যোতি আদালতে জানান, প্রশিক্ষনপ্রাপ্ত মামলাকারীদের থেকে কম নম্বর পেয়ে প্রশিক্ষণহীন অনেকেই চাকরি পেয়েছিলেন। নিয়ম অনুযায়ী ইন্টারভিউয়ে অ্যাপ্টিটিউড টেস্ট নেওয়ার কথা থাকলেও তা নেওয়া হয়নি। বিভিন্ন জেলায় যাঁরা ইন্টারভিউ নিয়েছিলেন, তাঁদের তলব করে গোপন জবানবন্দিও নথিবদ্ধ করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার ভিত্তিতেই চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি।

২০১৬ সালে প্রাথমিকে নিয়োগ হয়েছিল মোট ৪২,৫০০। এর মধ্যে প্রশিক্ষিত ৬৫০০ জনকে নিয়ে বরাবরই কোনও বিতর্ক নেই। শুক্রবার বাকি ৩৬ হাজার প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিল করা হয়। তার পরেই সোমবার মামলাকারীদের আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, প্রশিক্ষণহীন প্রার্থীদের আসল সংখ্যা ৩০ হাজার ১৮৫। ৩৬ হাজার নয়। লেখায় ভুল হয়েছে!

এদিকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সেই মামলা করা হয়। মঙ্গলবার তার শুনানি হতে পারে বলে খবর আদালত সূত্রে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Asansol | মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত, মাটিয়ে লুটিয়ে পড়লেন মা! জন্মদাত্রীকে খুন করল ছেলে

কুলটি ও আসানসোল: মাকে খুন করেছে ছেলে (Murder)! ঘটনা...

Weather update | হেমন্তে থমকে পারদপতন, উধাও শীতের আমেজ, বাড়তে পারে তাপমাত্রা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : হেমন্তর পরশে শীত যখন...

Andhra Pradesh | অন্ধ্রে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ অব্যাহত, গুলির লড়াইয়ে হত ৭ মাওবাদী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিরাপত্তাবাহিনীর গুলিতে মাওবাদী শীর্ষ নেতা...

Malbazar BLO Death | বিএলও-র ঝুলন্ত দেহ উদ্ধার, এসআইআর সংক্রান্ত কাজের চাপে ‘আত্মঘাতী’, অভিযোগ পরিবারের

মালবাজার : বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) আবহে এক মহিলা...