Monday, September 16, 2024
HomeBreaking Newsঅপ্রশিক্ষিত ৩৬০০০ নয়, ৩০১৮৫! সংশোধনী চেয়ে হাইকোর্টে আবেদন মামলাকারীদের আইনজীবীর

অপ্রশিক্ষিত ৩৬০০০ নয়, ৩০১৮৫! সংশোধনী চেয়ে হাইকোর্টে আবেদন মামলাকারীদের আইনজীবীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি এক ধাক্কায় চাকরি গিয়েছে ৩৬ হাজার প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকের। নিয়োগ বাতিলের রায় দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই সংখ্যাটা ৩৬ হাজার নয়। ওটা হবে ৩০ হাজার ১৮৫। চাকরি বাতিলের সেই রায়ে সংশোধনী চেয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন মামলাকারীদের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তিনি আদালতে জানান, ‘টাইপোগ্রাফিক্যাল’ ভুল হয়েছে। সেই রায় সংশোধনের আর্জি জানান মামলাকারীদের আইনজীবী। মঙ্গলবার এই বিষয়টি নিয়ে শুনানির সম্ভাবনা রয়েছে।

২০১৬ সালের প্রাথমিকে নিয়োগ নিয়ে মামলা করেন প্রিয়ঙ্কা নস্কর-সহ ১৪০ জন বঞ্চিত চাকরিপ্রার্থী। তাঁদের আইনজীবী তরুণজ্যোতি আদালতে জানান, প্রশিক্ষনপ্রাপ্ত মামলাকারীদের থেকে কম নম্বর পেয়ে প্রশিক্ষণহীন অনেকেই চাকরি পেয়েছিলেন। নিয়ম অনুযায়ী ইন্টারভিউয়ে অ্যাপ্টিটিউড টেস্ট নেওয়ার কথা থাকলেও তা নেওয়া হয়নি। বিভিন্ন জেলায় যাঁরা ইন্টারভিউ নিয়েছিলেন, তাঁদের তলব করে গোপন জবানবন্দিও নথিবদ্ধ করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার ভিত্তিতেই চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি।

২০১৬ সালে প্রাথমিকে নিয়োগ হয়েছিল মোট ৪২,৫০০। এর মধ্যে প্রশিক্ষিত ৬৫০০ জনকে নিয়ে বরাবরই কোনও বিতর্ক নেই। শুক্রবার বাকি ৩৬ হাজার প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিল করা হয়। তার পরেই সোমবার মামলাকারীদের আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, প্রশিক্ষণহীন প্রার্থীদের আসল সংখ্যা ৩০ হাজার ১৮৫। ৩৬ হাজার নয়। লেখায় ভুল হয়েছে!

এদিকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সেই মামলা করা হয়। মঙ্গলবার তার শুনানি হতে পারে বলে খবর আদালত সূত্রে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

বরফ বলের গড়িয়ে চলা

0
অনিন্দিতা গুপ্ত রায় তখন আমার ছাত্রজীবন। সে মেলা যুগ আগের কথা। সকাল সকাল সাগরীদি বাসন মাজতে মাজতে খবর দিল ‘ও বৌদি গণেশ ঠাকুর নাকি...

সব পার্টি, সব পক্ষ সমান কারিগর

0
সুমন ভট্টাচার্য ‘ফেক নিউজ’ কারে কয়? বা ব্যাপারটা উলটোভাবেও ভাবা যেতে পারে, ‘ফেক নিউজ’-এ পারদর্শী হলে কোথায় জায়গা পাওয়া যাবে? আগে হলে নিশ্চিন্তেই বলে...

Malda | বন্দুকের বাঁট দিয়ে তরুণকে মারধর, কাঠগড়ায় তৃণমূলের ছাত্র নেতা

0
সৌম্যজ্যোতি মণ্ডল, চাঁচল: সপ্তাহ দুয়েক আগে রাতের পিকনিকে হয়েছিল বিবাদ। সেই বিবাদের জের। প্রকাশ্যে কৃষক বাজারে এক যুবককে বেধড়ক মেরে বন্দুকের বাঁট দিয়ে মাথা...

ঘটে যা,সব সত্য নহে

0
দীপঙ্কর দাশগুপ্ত আমেরিকার সিবিএস রেডিওতে সম্প্রচারিত একটি নাটককে ঘিরে সে কী আতঙ্ক আর তুলকালাম! ১৯৩৮ সালের ৩০ অক্টোবরের ঘটনা। রাত আটটায় হচ্ছিল এইচ জি...

Uttar Dinajpur | প্লাস্টিক-স্টিলের রমরমা চাহিদা, কামারপাড়ায় বন্ধ হাপর

0
বিশ্বজিৎ সরকার, হেমতাবাদ: হেমতাবাদের আরাজি কাশিমপুর ও ঠাকুরবাড়িতে একসময় ভোররাত থেকে শুরু হত হাপরটানা। কানে আসত লোহা পেটানোর আওয়াজ। ওই দুই এলাকার বাসিন্দাদের ঘুম...

Most Popular