উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশন-এর (2024 SCO summit) বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে পাকিস্তানে। চলতি মাসেই এই বৈঠক হবে। ভারতের পক্ষ থেকে বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar) উপস্থিত হবেন বৈঠকে। সেখানে কি ভারত ও পাকিস্তান নিজেদের সম্পর্ক (India-Pakistan Relation) ঠিক করার জন্য আলোচনায় বসবে? এ নিয়ে একটা আগ্রহ তৈরি হয়েছিল সকলের মধ্যে। কিন্তু শনিবার ভারতের বিদেশমন্ত্রী স্পষ্ট জানান, ‘বহুপাক্ষিক আলোচনায় যোগ দিতে যাচ্ছি। ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনা করতে যাচ্ছি না।’
চলতি মাসের ১৫-১৬ তারিখ পাকিস্তানের ইসলামাবাদে (Islamabad) এসসিও সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বৈঠক রয়েছে। সেখানে ভারতের বিদেশমন্ত্রী যাবেন কিনা তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ‘ইসলামাবাদে ভারতীয় প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী।’ অন্যদিকে, বৈঠকে যোগদান প্রসঙ্গে এদিন সকালে দিল্লিতে সাংবাদিক বৈঠক থেকে এস জয়শংকর বলেন, ‘এই বৈঠক নিয়ে সংবাদমাধ্যমগুলির বেশ কৌতুহল রয়েছে। হয়তো দুই দেশের সম্পর্ক যে পর্যায়ে রয়েছে, সেই কারণে এই কৌতূহল। কিন্তু আমি স্পষ্ট করতে চাই, এটি একটি বহুপাক্ষিক আলোচনা। আমি কোনও দ্বিপাক্ষিক আলোচনায় যোগ দিতে যাচ্ছি না। সেখানে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে কোনও আলোচনা করতে যাচ্ছি না। এসসিও-র একজন সদস্য হিসাবে আমি সেখানে যাচ্ছি।’
প্রসঙ্গত উল্লেখ্য, একাধিক ইস্যুতে ভারত ও পাকিস্তানের সম্পর্ক তলানিতে। এমনকি দু’দেশের মধ্যে বন্ধ রয়েছে ক্রিকেট খেলাও। এই পরিস্থিতিতে এসসিও-র বৈঠক নিয়ে কৌতূহল বৃদ্ধি পেয়েছে কূটনৈতিক মহলে।