বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

ট্রাম্পের হুমকিতে ভীত নই: মামদানি

শেষ আপডেট:

ওয়াশিংটন: নিউ ইয়র্ক সিটির মেয়রপ্রার্থী ডেমোক্র্যাট জোহরান মামদানিকে গ্রেপ্তারের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়েছেন, নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়ে মামদানি ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট কর্মকর্তাদের কাজে বাধা দিলে মামদানিকে গ্রেপ্তার করা হবে। ট্রাম্পের কথায় একটুও ঘাবড়ে না গিয়ে ভারতীয় বংশোদ্ভূত মামদানি বলেছেন, ‘আমি ভয় পাওয়ার ছেলে নই।’ মঙ্গলবার সরকারিভাবে নিউ ইয়র্ক সিটির মেয়রপ্রার্থী হিসেবে নাম ঘোষিত হয়েছে অধ্যাপক মাহমুদ মামদানি ও চলচ্চিত্রকার মীরা নায়ারের পুত্র জোহরান মামদানির নাম। মেয়র নির্বাচন নভেম্বরে।

মামদানি ট্রাম্প সরকারের অভিবাসন ও শুল্ক প্রয়োগ(আইসিই)অভিযানের বিরোধিতা করেছেন। তাঁর আচমকা উত্থানে শঙ্কিত ট্রাম্প তাঁকে ‘পাগল কমিউনিস্ট’ বলতেও দ্বিধা করেননি। মামদানির মার্কিন নাগরিকত্ব নিয়েও সন্দেহ প্রকাশ করে ট্রাম্প বলেছেন, ‘আমরা বিষয়টা খুব সতর্কভাবে দেখছি। অনেকেই বলছেন নিউ ইয়র্ক সিটিতে প্রচুর মানুষ অবৈধভাবে রয়েছেন।’

প্রেসিডেন্টের সন্দেহকে উড়িয়ে দিয়ে মামদানি জানিয়েছেন, ছোটবেলায় মা-বাবার সঙ্গে আইনগতভাবেই উগান্ডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন তিনি। সেটা ১৯৯৮ সাল। তখন তাঁর বয়স সাত।

মামদানি বলেছেন, ‘প্রেসিডেন্ট আমাকে গ্রেপ্তার করে আমার নাগরিকত্ব কেড়ে নিয়ে ডিটেনশন ক্যাম্পে আমাকে আটকে রেখে নির্বাসনের হুমকি পর্যন্ত দিয়েছেন। আমি কিন্তু কোনও আইন ভাঙিনি। আমি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-র ভয়ের রাজত্ব থেকে শহরবাসীকে রক্ষা করতে চাই। প্রেসিডেন্ট যা বলছেন তা শুধু গণতন্ত্রের ওপর আক্রমণ নয়, বরং নিউ ইয়র্কবাসীর জন্য বার্তা। আপনি প্রতিবাদ করলেই টার্গেট হয়ে যাবেন।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Donald Trump Tariff Row | নিশানায় ব্রাজিল! ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, পালটা পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসিডেন্ট লুলার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার ব্রাজিলের (Brazil) উপর ৫০...

Seikh Hasina | বাহিনীকে গণহত্যার নির্দেশ দেন হাসিনাই! বিস্ফোরক অডিও রেকর্ড প্রকাশ্যে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জুলাই আগস্টে বাংলাদেশ জুড়ে গণবিক্ষোভের...

Donald Trump | ‘আমিও খেলতে প্রস্তুত’, ফের ব্রিকসের সদস্য দেশগুলিকে ১০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ব্রিকসের সদস্য দেশগুলির (BRICS)...

France Wildfire | দাবানলের গ্রাসে ফ্রান্স! দ্রুত ছড়াচ্ছে বিধ্বংসী আগুন, আহত কমপক্ষে ১০০

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দাবানলের কবলে ফ্রান্স (France...