শনিবার, ১২ জুলাই, ২০২৫

Xi Jinping | ১৬ দিন ধরে প্রকাশ্যে দেখা নেই! চিনের ক্ষমতা থেকে সরতে চলেছেন জিনপিং ?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২১ জুন থেকে প্রকাশ্যে দেখা মিলছে না চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের (Xi Jinping)। ১৩ বছর ধরে চিনের সর্বোচ্চ ক্ষমতাশালী হিসেবে দেশটিকে শাসন করার পর এই প্রথম জিনপিংয়ের অবসরের গুজব ছড়িয়ে পড়েছে। যদিও অনুপস্থিতি নয়, বরং গত ৩০ জুন চিনের ২৪ সদস্যের কমিউনিস্ট পার্টির (Communist Party of China) পলিটব্যুরো বৈঠক ঘিরে এই জল্পনার সূত্রপাত। চিনের সরকারি সংবাদমাধ্যম জিনহুয়া জানিয়েছে, এই বৈঠকের সভাপতিত্ব করেন জিনপিং নিজেই। যেটুকু জানা গেছে তাতে চিনের কমিউনিস্ট পার্টি পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানগুলির কাজের উপর নতুন বিধিনিষেধ নিয়ে পর্যালোচনা হয়েছে। শি মনে করেন, ‘এই নিয়মকানুনগুলি সিপিসির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির প্রতিষ্ঠা, দায়িত্ব এবং কার্যক্রমকে ‘মানসম্মত’ করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিপিসি সদস্যদের জন্য এই বৈঠকটি ‘সুশৃঙ্খল’ ক্ষমতা হস্তান্তরের ভিত্তি স্থাপনের জন্য শি’র পরিকল্পনার অংশ হতে পারে।

মাও জে দংয়ের পর চিনের সবচেয়ে ক্ষমতাশালী নেতা হিসেবে বিবেচনা করা হয় শি জিনপিংকে। এই পরিস্থিতিতে বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এটি একটি ইঙ্গিত যে শি জিনপিং নিজেকে দৈনন্দিন ও প্রশাসনিক কার্যক্রম থেকে কিছুটা দূরে রাখতে পারেন এবং তার সহকর্মীরা এখন কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করবেন। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে যেহেতু শি জিনপিং অনেক গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান, তাই তিনি দল, সরকার এবং নিরাপত্তা সম্পর্কিত প্রতিটি ক্ষেত্রে উপস্থিত থাকেন, তাই তার সময় এবং মনোযোগ সীমিত হয়ে পড়েছে। যদিও কেউ কেউ এর পেছনে কমিউনিস্ট পার্টির ভেতর ক্ষমতার দ্বন্দ্বকে ইঙ্গিত করেছেন। তবে আরও একটি অংশ আবার সমস্ত জল্পনাই উড়িয়ে দিয়েছে। তাঁদের মত, ক্ষমতাবদলও নয়, ক্ষমতার মুঠো আলগা করাও নয়, কিছু ‘বড় বিষয়’ নিয়ে ব্যস্ত জিনপিং। আপাতত সে দিকেই গুরুত্ব দিতে চাইছেন তিনি।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

T20 World Cup | ক্রিকেটের মহারণে এবার ফুটবলের বিশ্বজয়ীরা, টি২০ বিশ্বকাপ খেলতে ভারতে আসবে ইতালি   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন অনিশ্চিত...

Ahmedabad Plane Crash | আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট কবে প্রকাশ্যে? অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জানালেন…

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদ বিমান দুর্ঘটনা (Ahmedabad Plane...

China Visa | ৭৪ দেশের জন্য ভিসার বাঁধন আলগা করল চিন, তালিকায় ভারত আছে কি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পথ চেনা থাক বা না...

Washington | নিশানায় ভারতীয় বংশোদ্ভূত! নিউ ইয়র্ক নিয়ন্ত্রণের হুঁশিয়ারি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ক্ষমতায় আসার পর একের পর...