নয়াদিল্লি: ২০০টি টেস্টে ১৫,৯২১ রান। শচীন তেন্ডুলকারের সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ড ভাঙার দৌড় থেকে ক্রমশ কি পিছিয়ে যাচ্ছেন বিরাট কোহলি? গত কয়েক বছরে লাল বলের ফর্ম্যাটে ‘ভারতীয় রানমেশিনের’ নিম্নমুখী পারফরমেন্সে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। ব্র্যাড হগ, ইয়ান বেলদের কথাতেও একই সুর।
ইংল্যান্ডের জো রুট নাকি কোহলি, কে ভাঙবেন শচীনের নজির? যে প্রশ্নের উত্তরে হগের দাবি, বিরাটের পক্ষে ১৫,৯২১ রান অতিক্রম করা সম্ভব নয়। ১১৪টি টেস্টে এখনও পর্যন্ত বিরাটের সংগ্রহ ৮৮৭১ রান। অজি স্পিনারের যুক্তি, টেস্ট ফর্ম্যাটে ছন্দ হারিয়েছেন কোহলি। যা কাটিয়ে উঠে নভেম্বরে ৩৬-এ পা রাখতে চলা বিরাটের পক্ষে লক্ষ্যে পৌঁছোনো অসম্ভব।
এক ইউটিউব ভিডিওতে হগ বলেছেন, ‘আমার মনে হয় না ওখানে পৌঁছোতে পারবে বিরাট। বেশ কিছুদিন ধরেই টেস্টে ছন্দে নেই ও। আগামী ১০ টেস্টে যা বদলানোর চেষ্টা চালাবে। না পারলে গ্রাফ আরও নিম্নমুখী হবে। বরং রুট (১৪৬ টেস্টে ১২৪০২ রান) কাছাকাছি রয়েছে। শচীন প্রায় ১৬ হাজার রান করেছে। রুট যদি ২০০ টেস্ট খেলে, তাহলে বাকি ৬৬ ম্যাচে ৪০০০ রান (৩,৫১৯) দরকার। শচীনের কাছাকাছি পৌঁছোনোর সম্ভাবনা রুটেরই।’
ইয়ান বেলের ভোটও স্বদেশীয় রুটের পক্ষে। তবে প্রাক্তনের বিশ্বাস, শচীনের রেকর্ড রুটের মাথায় নেই। লেজেন্ড লিগে খেলার ফাঁকে বেল বলেছেন, ‘গত ১২ মাসে দুর্দান্ত খেলছে। মনে হয় না এসব নিয়ে বাড়তি মাথাব্যথা রয়েছে। রুট বর্তমানে বাঁচতে ভালোবাসে। চলতি ফর্মটা উপভোগ করছে। শুধু ভারতীয় সমর্থক নয়, গোটা বিশ্বের হিরো শচীন। ওর মতো কিংবদন্তির ধারেকাছেও যদি পৌঁছোতে পারে, সেটাও বিশাল প্রাপ্তি হবে রুটের। আর রেকর্ড ভাঙতে না পারলেও ইংল্যান্ডের সেরা ব্যাটারের মুকুট পাওয়ার পথেই রুট।’