Breaking News

‘কাজের কাজ তো কিছুই হচ্ছে না’, নথি জাল করে চাকরি মামলায় সিআইডির রিপোর্টে ‘অসন্তুষ্ট’ বিচারপতি

কলকাতা: নথি জাল করে চাকরি মামলায় ফের সিআইডি তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু ক্ষোভের সঙ্গে বলেছেন, ‘সিআইডি শুধুমাত্র রিপোর্টের পর রিপোর্ট দিয়েই চলেছে, কিন্তু কাজের কাজ তো কিছু করছে না।’

মুর্শিদাবাদের গোঠা হাইস্কুলের ভূগোলের শিক্ষক অনিমেশ তিওয়ারি ‘ভুয়ো’ নথি দিয়ে চাকরি পেয়েছিলেন, এমন অভিযোগ ওঠে। এই মামলায় সিবিআই তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হন এক চাকরিপ্রার্থী। গত জানুয়ারি মাসে সেই মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। কিন্তু সিআইডি যেভাবে তদন্ত করছে, তাতে খুশি নন তিনি।

এই মামলার তদন্ত নিয়ে আগেও অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি। এমনকি আদালতে ডিআইজি-সিআইডিকে তলবও করেছিলেন। বৃহস্পতিবার ডিআইজি-সিআইডি বিচারপতি বসুর এজলাসে উপস্থিত হন। তিনি তদন্তের রিপোর্ট পেশ করেন। এদিন ধরে এখন পর্যন্ত আদালতে ৬টি রিপোর্ট পেশ করেছে সিআইডি। সেই রিপোর্ট নিয়েই এদিন একাধিক প্রশ্ন তোলেন বিচারপতি।

বিচারপতি বসু বলেন, ‘৬টি রিপোর্ট দেখে বোঝা যাচ্ছে না এই দুর্নীতি কীভাবে হয়েছিল। কীভাবে পরিকল্পনা করে দুর্নীতি করা হয়েছিল, ভবিষ্যতে কীভাবে দুর্নীতি আটকানো যায়, তার কোনও উল্লেখ নেই রিপোর্টে।’ এই ধরনের রিপোর্টের আদৌ কোনও প্রয়োজন রয়েছে কি? সিআইডিকে প্রশ্ন করেন বিচারপতি। 

বিচারপতি আরও বলেন, ‘আদালত সিআইডির ওপর আস্থা রেখেছিল, কিন্তু তারপর এই রিপোর্ট? আর কোনও অনিমেষ তিওয়ারি রয়েছে কিনা আমি সেটা দেখতে চাই। অনিমেষ যে কলেজের বিএড সার্টিফিকেট জমা দিয়েছিলেন, আদৌ সেই কলেজে বিএড করেছিলেন কিনা, সেটাও খতিয়ে দেখা প্রয়োজন।

এদিন তদন্তে একাধিক গাফিলতির বিষয় তুলে ধরেন বিচারপতি বসু। প্রায় সমস্ত ক্ষেত্রেই বিচারপতির পর্যবেক্ষণ মেনে নিতে বাধ্য হন সিআইডির আইনজীবী। সিআইডিকে নতুন করে রিপোর্ট জমা দিতে বলেছেন বিচারপতি। ১ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।

Web Desk

Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Recent Posts

Abraham Lincoln wax statue melts | তীব্র গরম মার্কিন যুক্তরাষ্ট্রে, গলে গেল আব্রাহাম লিঙ্কনের মোমের মূর্তি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরমে রেহাই নেই মার্কিন যুক্তরাষ্ট্রেও। অন্যান্য কয়েকটি দেশের মতো তাপপ্রবাহ (Heatwave)…

9 mins ago

বক্সিরহাট, ২৬ জুন: আন্তর্জাতিক মাদক বর্জন দিবসের আগেই সাফল্য পেল বক্সিরহাট থানার পুলিশ। পাচারের পথে…

32 mins ago

Kenya | অগ্নিগর্ভ কেনিয়া, জ্বলল সংসদ, মৃত্যু ৫ জনের, ভারতীয় নাগরিকদের জন্য সতর্কতা জারি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অগ্নিগর্ভ কেনিয়া (Kenya)। মূল্যবৃদ্ধি ও বেকারত্বের সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে জেরবার জনগণ।…

45 mins ago

Om Birla | ধ্বনি ভোটে জয়, টানা দ্বিতীয়বার লোকসভার স্পিকার পদে ওম বিড়লা

নয়াদিল্লি: ফের লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা। বুধবার ধ্বনি ভোটে তিনি এই পদে নির্বাচিত…

1 hour ago

Balurghat | আত্রেয়ীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন ব্যক্তি, চলছে উদ্ধারকাজ

বালুরঘাট: আত্রেয়ীতে(Atreyi) সাঁতার কাটতে গিয়ে তলিয়ে গেলেন এক ব্যক্তি। জানা গিয়েছে, তলিয়ে যাওয়া ব্যক্তির নাম…

1 hour ago

NH-10 | প্রবল বর্ষণে লিকুভিরে ধস, ফের বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

শিলিগুড়ি: ফের বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে…

2 hours ago

This website uses cookies.