উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রায় সাড়ে পাঁচ বছর আগের সেই স্মৃতি এখনও মুছে যায়নি। ২০১৯ সালের এপ্রিলে প্যারিসের (Paris) বিখ্যাত নোতর দাম গির্জার অগ্নিকাণ্ড কার্যত মুছে দিয়েছিল বহু শতাব্দী প্রাচীন এক গগনচুম্বী ইমারতকে। পুড়ে খাক হয়ে যায় নোতর দামের বৃহদাংশ। তবে সময়ের চাকা ঘুরেছে। অবশেষে ২০২৪ সালে ক্রিসমাসের আগে সুখবর শোনাল ফ্রান্সের ম্যাক্রোঁ সরকার। শনিবার নতুন রূপে খুলে যাচ্ছে নোতর দাম গির্জার (Notre Dame Reopening Today) দরজা।
শুক্রবার রাতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বিবৃতি দিয়ে জানিয়েছেন, নোতর দামের পুনর্জন্ম হচ্ছে। এটা দেশের ইতিহাস, ঐতিহ্যের জন্য একটা বড় জয়। এদিন ভারতীয় সময় ঠিক রাত সাড়ে ১১টায় খুলে যাবে নোতর দাম গির্জার দরজা। দর্শকরা গির্জায় প্রবেশ করতে পারবেন আবার আগের মতোই। এর জন্য মুখিয়ে রয়েছেন বিশ্বের ভ্রমণপ্রেমী মানুষ।
জানা যাচ্ছে, ঐতিহ্যের শিল্পের সঙ্গে আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে এটি সম্ভব করে তুলেছেন ফ্রান্সের ইঞ্জিনিয়াররা। জঙ্গল থেকে ওক গাছের কাঠ সংগ্রহ করে আগেকার নকশায় ছাদ তৈরি হয়েছে। এই পদ্ধতিকে ফরাসি ভাষায় বলা হচ্ছে ‘লা ফরেট’। এছাড়া লেজার প্রযুক্তি ব্যবহার করে আগেকার সব নকশা করা হয়েছে। এছাড়া তৈরি করা হয়েছে আগেকার কাচের জানলাও। বিশেষ নজর দেওয়া হয়েছে খোলামেলা ঘর ও অগ্নিনির্বাপণ ব্যবস্থায়। এদিন উদ্বোধনে বর্ণাঢ্য অনুষ্ঠান রয়েছে। আর্চবিশপ লরেন্ট উলরিখের নেতৃত্বে বিশেষ প্রার্থনা হবে। সেইসঙ্গে রয়েছে গানবাজনার বিশেষ আয়োজন। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বক্তৃতা দিতে পারেন। উদ্বোধনে আমন্ত্রিত আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump), ব্রিটেনের রাজকুমার উইলিয়াম। প্রার্থনা সংগীতের পর আর্চবিশপের হাত ধরে খুলে যাবে নোতর দামের দরজা।