উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ইউটিউবার জ্যোতি মালহোত্রা। তাঁকে জেরা করে তদন্তকারীদের সামনে উঠে এসেছে একাধিক চমকে দেওয়া তথ্য। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের দরুন তদন্তকারীরা জানতে পেরেছে যে, অল্প সময়ের মধ্যে একাধিকবার পাকিস্তানে গিয়েছিল জ্যোতি। এমনকি জ্যোতির সঙ্গে পাক-প্রশাসনে যুক্ত রয়েছেন এমন বেশ কিছু ব্যাক্তির আর্থিক লেনদেনের তথ্যও সামনে এসেছে। যা ভাবাচ্ছে তদন্তকারীদের।
ইতিমধ্যেই জ্যোতির ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখার কাজ শুরু হয়ে গিয়েছে। বেশ কয়েকটি আর্থিক লেনদেন সন্দেহজনক বলেও মনে হয়েছে তদন্তকারীদের। কোথা থেকে এই টাকা এসেছে সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে জ্যোতি একটা সময় দিল্লির বাসিন্দা ছিলেন। সেই সূত্র ধরেই হরিয়ানা পুলিশের একটি দল দিল্লি গিয়েছে। সেখানে জ্যোতির পরিচিতদের সঙ্গে কথাও বলছেন তাঁরা।
এদিকে পুলিশি জিজ্ঞাসাবাদে জ্যোতি জানিয়েছে যে, ২০২৩ সালে পাকিস্তানে যাওয়ার ভিসা পেতে সে পাক হাইকমিশনে গিয়েছিল। সেখানে তাঁর পরিচয় হয় পাকিস্তান হাইকমিশনের একজন কর্মী এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে। কিছুদিনের মধ্যেই দানিশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে তাঁর। আর এই দানিশের আমন্ত্রণেই গত বছর পাক হাই কমিশনের ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি। অনুষ্ঠানে নিজের স্ত্রীর সঙ্গে জ্যোতিকে পরিচয়ও করিয়ে দেন দানিশ। এনিয়ে একটি ভিডিও রয়েছে জ্যোতির ইউটিউব চ্যানেলে। যা দেখেই সন্দেহ হয় তদন্তকারীদের।
তদন্তে আরও জানা গিয়েছে যে, এই দানিশের সূত্রেই আলি আহওয়ান নামে এক ব্যক্তির সঙ্গে আলাপ হয় হরিয়ানার এই ইউটিউবারের। যার সূত্র ধরেই পাক-প্রশাসনের একাধিক শীর্ষ কর্তার সঙ্গে আলাপ হয়েছিল জ্যোতির। আরও জানা গিয়েছে যে, নিজের বেশ কয়েকটি সূত্রকে কাজে লাগিয়ে জ্যোতি সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মারিয়াম নওয়াজ শরিফেরও ইন্টারভিউ নিয়েছিল৷ ইউটিউবে রয়েছে সেই ইন্টারভিউয়ের ভিডিও। প্রসঙ্গত, এই মারিয়াম বর্তমানে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, জ্যোতির ইউটিউব চ্যানেলে পাকিস্তান সফরের একাধিক ভিডিও রয়েছে। ইউটিউব চ্যানেলে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৩ লক্ষ ৭৭ হাজার। এমনকি ইনস্টাগ্রামেও ১ লক্ষ ৩২ হাজার ফলোয়ার রয়েছে জ্যোতির। শনিবার গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে রয়েছেন তিনি।