মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

বাড়তে পারে লোকসভার আসন সংখ্যা! নয়া সংসদ ভবনের উদ্বোধন করেই ইঙ্গিত মোদির

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দ্রুত বাড়বে লোকসভার সদস্যসংখ্যা। রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধনের মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন লোকসভায় বক্তৃতা দিতে গিয়ে প্রথমেই মোদি বললেন, ‘আগামী দিনে যখন সংসদের সদস্যসংখ্যা সংখ্যা বাড়বে, তখন স্থান সংকুলান হবে না। সেটা ভেবেই নয়া সংসদ ভবন তৈরির পরিকল্পনা করা হয়েছে।‘

জানা গিয়েছে, প্রায় ৯৭০ কোটি টাকা ব্যয়ে ১২২৪ আসন বিশিষ্ট নয়া সংসদ ভবনটি তৈরি হয়েছে। ৮৮৮টি আসন বিশিষ্ট লোকসভার অন্দরসজ্জার থিম জাতীয় পাখি ময়ূর। ৩৮৪টি আসন বিশিষ্ট রাজ্যসভার অন্দরসজ্জার থিম পদ্ম।

এর আগেও সংসদের নিম্নকক্ষের আসন সংখ্যা বেড়েছে। সংবিধানের ৮১ নম্বর ধারা অনুযায়ী লোকসভার আসন সংখ্যা ঠিক করা হয় এবং এটা ঠিক হয় দেশের জনসংখ্যার ভিত্তিতে। তাই লোকসভার আসন সংখ্যা বাড়াতে সংবিধানের ৮১ ধারা সংশোধন করতে হবে। ১৯৭১ সালের জনগণনার পর ১৯৭৩ সালে লোকসভার আসন সংখ্যা ৫০২ থেকে বাড়িয়ে ৫৪৫ করা হয়। তারপর থেকে প্রায় ৫ দশক এই আসন সংখ্যায় কোনও বদল হয়নি। সংবিধানের ৮১ নম্বর ধারা অনুযায়ী আপাতত ২০২৬ পর্যন্ত আসনসংখ্যা বাড়ানো যাবে না। যদিও, বিজেপি সেই ধারা সংশোধন করতেই পারে। কিন্তু লোকসভার আসনসংখ্যা বাড়ে জনসংখ্যার ভিত্তিতে। তাই আসন বাড়ানোর জন্য জনগণনা হওয়া জরুরি।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

DHR | আট দশক পর ডিএইচআর-এ ফিরছে টার্নটেবিল, মাঝপথে ঘুরবে কোচের অভিমুখ

সানি সরকার, শিলিগুড়ি : ঐতিহ্য ফিরছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে-তে।...

Harimadhav Mukhopadhyay | প্রয়াত হলেন উত্তরবঙ্গের স্বতন্ত্র নাট্যভাষার ধারক ও বাহক হরিমাধব মুখোপাধ্যায়  

বালুরঘাটঃ প্রয়াত হলেন উত্তরবঙ্গের স্বতন্ত্র নাট্যভাষার ধারক ও বাহক...

Sukanta Majumdar | ‘আপাতত এটাই বঙ্গ বিজেপির দপ্তর’, সুকান্তর বাড়িতে ফুলের তোড়া হাতে শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সংসদে বাংলার বিজেপি সাংসদদের ভুমিকা...

Forest Fire | দাউ দাউ আগুনে জ্বলছে পাহাড়ের বিস্তীর্ণ বনভূমি, বন্যপ্রাণের ক্ষতির আশঙ্কা

দার্জিলিং: জ্বলে পুড়ে খাক দার্জিলিংয়ের পর্যটন কেন্দ্র মেগিটার লাগোয়া...