মুম্বই: ২৪টি টি২০ ম্যাচ খেলেছেন দেশের হয়ে। যদিও চব্বিশ ম্যাচের কেরিয়ারে ঝোড়ো ব্যাটিংয়ে ইতিমধ্যেই সমর্থকদের মনে জায়গা করে নিয়েছেন অভিষেক শর্মা। টি২০ ক্রিকেটে আইসিসি র্যাংকিংয়ে এক নম্বর জায়গাও তাঁর দখলে। ব্রায়ান লারার বিশ্বাস, শুধু সাদা বল নয়, আগামী দিনে ভারতীয় টেস্ট দলেও জায়গা করে নেবেন অভিষেক।
সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর, ব্যাটিং কোচ থাকাকালীন ‘ছাত্র’ হিসেবে পেয়েছেন অভিষেককে। সাফল্যে লারার অবদান, পরামর্শের কথাও বলতে শোনা যায় তরুণ বাঁহাতি ওপেনারকে। মুম্বইয়ে অনুষ্ঠিত এক বহুজাতিক সংস্থার ক্রিকেট পুরস্কার অনুষ্ঠানে উপস্থিতি লারাও উচ্ছ্বসিত তাঁর ‘ছাত্র’-কে নিয়ে। ক্যারিবিয়ান কিংবদন্তি বলেছেন, ‘সানরাইজার্স হায়দরাবাদের সুবাদে ওকে ভালোভাবে জানি। দুর্দান্ত প্রতিভা। ভারতীয় দলে একঝাঁক প্রতিভা রয়েছে। অভিষেক যার মধ্যে স্পেশাল। ওর কেরিয়ারে যুবরাজের প্রভাব অসম্ভব। আমার বিশ্বাস, শুধু টি২০, ওডিআই নয়, টেস্ট দলেও জায়গা করে নেবে অভিষেক।’

