উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিপাকে বাংলাদেশের অভিনেত্রী নুসরত ফারিয়া (Nusraat Faria)। খুনের চেষ্টার অভিযোগে রবিবার ঢাকা বিমানবন্দরের অভিবাসন চেকপোস্টে তাঁকে আটক করেছিল পুলিশ। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ঢাকার (Dhaka) ভাটারা থানায় একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। সেই মামলায় নায়িকাকে জেল হেপাজতে রাখার সিদ্ধান্ত নেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।
গত বছর জুলাইয়ে গণ-অভ্যুত্থানের সময় নুসরতের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ ওঠে। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, নুসরতকে প্রথমে থানায় নিয়ে যাওয়া হলেও, পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয়। এদিন তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক জেল হেপাজতের নির্দেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি ওমর ফারুক ফারুকি বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৫ সালে অভিনয়ের জগতে পা রাখেন নুসরত। বাংলাদেশের (Bangladesh) পাশাপাশি এপার বাংলাতেও অতিপরিচিত মুখ তিনি। ‘হিরো ৪২০’, ‘বাদশাহ দ্য ডন’ সহ একাঝধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’ জীবনীচিত্রে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রেও অভিনয় করেছিলেন তিনি।