জয়গাঁ: একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে দলসিংপাড়ার ৫৩টি অসহায় পরিবারের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করা হল। এছাড়াও সকলের হাতে মাস্ক তুলে দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থার এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আরেকটি বেসরকারি সংস্থা। স্বেচ্ছাসেবী সংস্থার তরফে মোমিনা খাতুন জানান, অসহায় পরিবারগুলির সদস্যদের হাতে মসুর ডাল, সোয়াবিন, ছাতু, ছানা, সাবান ও মাস্ক তুলে দেওয়া হয়েছে। আগামীতেও এধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের তরফে ট্রায়াল গেম জয়গাঁয়
জয়গাঁ: জয়গাঁ গোটিবাড়ি ফুটবল ময়দানে শনিবার ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের তরফে ট্রায়াল গেমের আয়োজন করা হয়। জয়গাঁ ফুটবল ক্লাব এবং দলসিংপাড়া...
Read more