নিউ ইয়র্ক: মুখ ফসকে ভুল বলে ইতিমধ্যে নজর কেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জেলেনস্কিকে ‘পুতিন’, কমলা হ্যারিসকে ‘ট্রাম্প’ ইত্যাদি বলে ইতিমধ্যে তিনি হাসির খোরাক হয়েছেন দেশবাসীর কাছে। এবার ভুল বলার প্রতিযোগিতায় বাইডেনকে প্রায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নিউ ইয়র্ক (New York) সিটির মেয়র এরিক অ্যাডামস (Eric Adams)। নিউ ইয়র্কের কুইন্সে ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি তিনবার ভারতের পরিবর্তে পাকিস্তানের নাম উল্লেখ করেন। অনাবাসী ভারতীয়দের উদ্দেশে তিনি বলেন, ‘আমি অনেককাল আগে থেকেই আপনাদের মহল্লাগুলিকে কুইন্সের ছোট পাকিস্তান, ব্রুকলিনের ছোট পাকিস্তান ইত্যাদি নামে চিনি।’ ঘটনাটি গত শনিবারের। তিন তিনবার ভুল বলার পর এক দর্শক ভুল ধরিয়ে দেন অ্যাডামসের। ‘এটা পাকিস্তান নয়, ভারত’ বলে চিৎকার করতে দেখা যায় ওই দর্শককে। যদিও সেই চিৎকার মেয়রের কান পর্যন্ত পৌঁছোয়নি।
ঘটনাচক্রে তার আগের দিন অর্থাৎ শুক্রবার ওই একই জায়গায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যাডামস। সেখানে তাঁর বক্তব্যের বিষয় ছিল পাকিস্তান। সেই কারণেই ভারতীয়দের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি ভারতকে ভুল করে ‘পাকিস্তান’ বলে উল্লেখ করেছেন বলে ধারণা উদ্যোক্তাদের।