উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নিয়ম রক্ষার ম্যাচে ভারতের কাছে মুখ থুবড়ে পড়ল ইংল্যান্ড। টানা তিন ম্যাচে হেরে হোয়াইট ওয়াশ ব্রিটিশরা। এদিনের ম্যাচে অধিনায়ক রোহিত ব্যর্থ হলেও ব্যাট হাতে হাস সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। এদিন প্রথমে ব্যাট করে ভারত ৫০ ওভারে করে ৩৫৬ রান। জবাবে ব্যাট করে মাত্র ৩৪.২ ওভারে শেষ হয়ে যায় ব্রিটিশ ইনিংস। ১৪২ রানের বিশাল ব্যবধানে জয়ী ভারত।
দুবাই যাওয়ার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ড্রেস রিহার্সাল সেরে নিল টিম ইন্ডিয়া। শেষ ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে দুরন্ত জয় হাসিল করল ভারত। পরপর দুই ম্যাচ জিতে আগেই সিরিজ পকেটে পুরে ফেলেছিল রোহিতরা। তৃতীয় তথা শেষ ম্যাচটি ছিল চারতের নিয়ম রক্ষার। অপরদিকে ইংল্যান্ডের লক্ষ্য ছিল হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পাওয়া। এদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড অধিনায়ক জোস বাটলার। শুভমান গিলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নেমে প্রথমেই উইকেট ছুঁড়ে দিয়ে আসেন রোহিত। গত ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করলে এদিন মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন ভারত অধিনায়ক। অধিনায়কের ব্যর্থতা অবশ্য ঢেকে দিয়েছেন দলের বাকি ব্যাটাররা। ১০২ বলে ১১২ রান করেন শুভমান গিল। ৫৫ বলে ৫২ রান করেন বিরাট কোহলিও। কোহলি আউট হতেই মাঠে নামেন শ্রেয়স। ভারতের রানের গতি এগিয়ে নিয়ে যান তাঁরা। এদিন ৬৪ বলে ৭৮ রান করেন শ্রেয়স আইয়ার। ২৯ বলে ৪০ রান আসে কে এল রাহুলের ব্যাট থেকেও। ব্যাটারদের তাণ্ডবে একটা সময়ে মনে হচ্ছিল ভারতের রান ৪০০ পেরিয়ে যাবে। তবে নির্ধারিত ৫০ ওভার শেষে ৩৫৬ রানে শেষ হয় ভারতের ইনিংস। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট তুলে নেন আদিল রশিদ।
৩৫৭ রানের বিশাল টার্গেট তাড়া করতে নামেন দুই ব্রিটিশ ওপেনার বেন ডাকেট এবং ফিল সল্ট। এই দুই ওপেনারকেই প্যাভিলিয়নে ফেরান অর্শদীপ সিং। সল্ট করেন ২১ বলে ২৩ রান। বেন ডাকেটের সংগ্রহ ২২ বলে ৩৪ রান। দুজন আউট হতেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ইংল্যান্ডের ব্যাটাররা। জোড়া উইকেট তুলে নেন হর্ষিত রানা, অক্ষর প্যাটেল, হার্দিক পাণ্ডিয়া। একটি করে উইকেট গিয়েছে কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দরের ঝুলিতেও। ভারতীয় বোলিংয়ের দাপটে মুখ থুবড়ে পড়ে ইংল্যান্ড ব্যাটিং লাইন আপ। মাত্র ৩৪.২ ওভারে শেষ হয়ে যায় ব্রিটিশ ইনিংস। ১৪২ রানের বিশাল ব্যবধানে জয়ী ভারত।