ওদলাবাড়ি: সাতসকালে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। রেল পুলিশ জানিয়েছে, মৃত অমরজিৎ নন্দী ওরফে মিঠু (৫৭) ওদলাবাড়ির (Odlabari) ডিপোপাড়ার বাসিন্দা ছিলেন। প্রতিদিনের মতো বুধবারও প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন তিনি। ডিপোপাড়ায় যাওয়ার জন্য পুরোনো রেলগেটের ধার দিয়ে হাঁটার সময় শিলিগুড়ি থেকে গুয়াহাটিগামী ডেমু ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে নিউ মাল জংশন থেকে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।