উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের (Oindrila Sen) ছবি ব্যবহার করে অনলাইনে (Online) শাড়ির ব্যবসা! ছবি দেখামাত্রই রেগে লাল অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে অনুরাগীদের যেমন সতর্ক করলেন, তেমনি একহাত নিলেন বিক্রেতাকেও।
ঐন্দ্রিলা লিখেছেন, এক বন্ধুর কাছ থেকে তিনি জানতে পারলেন, তাঁর ছবি ব্যবহার করে শাড়ি বিক্রি করা হচ্ছে। এ ব্যাপারে তাঁর কাছ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। তাঁর ছবি ব্যবহার করা মোটেই সঠিক কাজ নয়। পাশাপাশি তিনি লেখেন, ছবিতে যে শাড়িটি তিনি পরেছেন, তা কাঞ্চিভরম। যা তিনি কিনেছিলেন বিশাখাপত্তনম থেকে। কিন্তু বিক্রেতা সেটাকে বেনারসি বলে বিক্রি করতে চাইছে। এই শাড়ি পরা ছবিটি সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, কাপড়ের বিষয়ে ভুল তথ্য দিয়ে ক্রেতাদের ভুল পথে চালিত করা হচ্ছ। অভিনেত্রী এও বলেন, ‘আশা করব, এই ঘটনার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না হয়, তার দিকেও আশা করি নজর রাখা হবে।’