রায়গঞ্জ: করোনা(CORONA) পরিস্থিতিতে বন্ধ স্কুল। সেই সুযোগে স্কুল প্রাঙ্গণেই দেদার চলছে ঝাড়ফুঁক তুকতাক। আর প্রায়ই বিভিন্ন সমস্যা নিয়ে সেখানে ভিড় জমাচ্ছে ঝাঁকে ঝাঁকে মানুষ। শিক্ষাপ্রতিষ্ঠান কার্যত যেন কুসংস্কার ও অশিক্ষার কেন্দ্রে পরিণত হয়েছে বলে মনে করছেন অনেকেই। রায়গঞ্জের রামপুর গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়া গ্রামের উত্তর গোয়ালপাড়া শ্যামচরণ মাধ্যমিক শিক্ষাকেন্দ্র প্রাঙ্গণে প্রতিদিনই বসছে ঝাড়ফুঁকের আসর। রোগ সারাতে হাসপাতালে না গিয়ে অনেকেই চলে আসছেন এখানে। শুধু রোগ সারানো নয়, বিভিন্ন পারিবারিক সমস্যা মেটাতেও অনেকেই সেখানে ভিড় জমাচ্ছেন। তবে এই কার্যকলাপের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে বিজ্ঞান মঞ্চ।
যদিও ওই ওঝা অনিল সরকারের কথায়, তিনি সব রকম সমস্যার সমাধান করে দিতে পারেন। অনেকের সমস্যা সমাধান হয়েছে বলেই তাঁর দাবি। স্কুল বন্ধ থাকায় তিনি আপাতত সেখানে কবিরাজি চিকিৎসাও করছেন। রামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিপন কর্মকার জানান, স্কুল বন্ধ আছে। তাই তিনি সেখানে কবিরাজি করছেন। এখানে অন্যায়ের কিছু নেই। যদিও বিদ্যালয় জেলা পরিদর্শক দীপক কুমার ভক্তের বক্তব্য, বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী পদক্ষেপ করা হচ্ছে।