সিদ্ধার্থশংকর সরকার, পুরাতন মালদা: শহরের ১ নম্বর ওয়ার্ডের হঠাত্পাড়া উপস্বাস্থ্যকেন্দ্র তালাবন্ধ অবস্থায় থাকায় চিকিত্সা পরিষেবা নিতে এসে ঘুরে গেলেন বাসিন্দারা। মঙ্গলবার পুরাতন মালদা (Old Malda) এলাকার ওই ঘটনায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। স্বাস্থ্যকর্মী থেকে চিকিত্সকেরা নিয়মিত আসেন না বলে অভিযোগ। ফলে ওই স্বাস্থ্যকেন্দ্রটিতে চিকিত্সা, টিকাকরণ পরিষেবা কার্যত বন্ধ। বাসিন্দাদের দাবি, মাঝেমধ্যেই ওই উপস্বাস্থ্যকেন্দ্রটি তালাবন্ধ অবস্থায় থাকে। ফলে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হন নাগরিকরা। অনেকে চিকিত্সা পরিষেবা না পেয়ে হয়রানির শিকার হচ্ছেন। যদিও পুর প্রশাসনের কর্তারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
এলাকার বাসিন্দারা বলেন, চিকিত্সা পরিষেবা দেওয়ার জন্য নতুন উপস্বাস্থ্যকেন্দ্রটি চালু করে পুর প্রশাসন। কিন্তু পরিষেবা মিলছে না। বাধ্য হয়ে মৌলপুর ব্লক গ্রামীণ হাসপাতাল বা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ছুটতে হয়। এদিন মেয়েকে নিয়ে ওই স্বাস্থ্যকেন্দ্রে টিকা দিতে এসেছিলেন জোড়া কালীস্থান এলাকার বাসিন্দা অনিতা সরকার। কিন্তু এদিন বেলা ১২টা নাগাদ ওই স্বাস্থ্যকেন্দ্রটি তালাবন্ধ থাকায় তিনি বিনা চিকিত্সায় ঘুরে গিয়েছেন। আরও বেশ কয়েকজন মহিলা স্বাস্থ্য পরীক্ষা করাতে আসেন । তারাও তালাবন্ধ দেখে ঘুরে যান। অনিতা সরকার নামে ওই মহিলা বলেন, ‘মেয়ের ১০ বছরের টিকা বাকি রয়েছে। ওইজন্য স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলাম। তালাবন্ধ বলে ঘুরে এসেছি।’ নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, ন্যূনতম চিকিত্সা পরিষেবা পাওয়া যায় না। সাধারণ রক্তচাপ মাপার যন্ত্র নেই। ওষুধ মেলে না। এবিষয়ে পুরাতন মালদা পুরসভার এগজিকিউটিভ অফিসার শুভ্র দাস বলেন, ‘টিকাকরণ নিয়ে কেউ যাতে হয়রানি না হন বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি।’