শালকুমারহাট: সাপের ছোবলে মৃত্যু হল এক বৃদ্ধের। আলিপুরদুয়ার (alipurduar)-১ ব্লকের শালকুমার-২ গ্রাম পঞ্চায়েতের মণ্ডলপাড়া গ্রামের ঘটনা। মৃতের নাম অ্যাতোয়া ওরাওঁ (৬৫)। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বাড়ির পাশেই ওই বৃদ্ধ জ্বালানির স্তূপ সরাতে গেলে তাঁর ডান পায়ে গোখরো ছোবল দেয়। বৃদ্ধকে সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার-১ ব্লক গ্রামীণ হাসপাতালে নেওয়ার সময় পথেই মৃত্যু হয় তাঁর। অ্যাতোয়া ওরাওঁ ছিলেন আদিবাসী সমাজের বিশিষ্ট জন। মণ্ডলপাড়ায় ৭০টির মতো আদিবাসী পরিবারের বসবাস। জলদাপাড়া বনাঞ্চল লাগোয়া এই এলাকা। আদিবাসীদের সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে ওই বৃদ্ধের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই ঘটনায় আদিবাসী সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: Falakata | চরতোর্ষা ডাইভারশন দিয়ে বাইক পারাপার ঘিরে চলছে টাকা আদায়