বানারহাট: ভোরে ফুল তুলতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হল এক বৃদ্ধের। শুক্রবার বানারহাট কারবালা চা বাগানের অফিস লাইন এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম গোকুল ছেত্রী (৭০)। জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও ভোর চারটা নাগাদ ফুল তুলতে বের হন ওই বৃদ্ধ। সেই সময় হঠাৎই তিনি হাতির সামনে পড়ে যান। হাতি হামলায় সেখানেই তাঁর মৃত্যু হয়। একে বৃষ্টি তার ওপর ওই এলাকায় নেই কোনও পথবাতি। এর জেরে হাতি সামনে চলে এলেও তিনি বুঝতে পারেননি। বানারহাট থানার পুলিশ ও বন দপ্তর গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে।
এলাকাবাসীদের অভিযোগ, পাশে রেতির জঙ্গল থাকায় প্রায়ই সেখান থেকে এলাকায় ঢুকে পড়ে হাতি। রাস্তায় আলোর ব্যবস্থা না থাকায় হাতি দেখতে পাওয়া যায় না। যার জেরে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে চলেছে। চা বাগান এলাকার প্রতিটি লাইনে পথবাতির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বাসিন্দারা।
বিন্নাগুড়ি বন্যপ্রাণ দপ্তরের রেঞ্জার শুভাশিস রায় জানান, হাতিটি পাশেই রেতির জঙ্গল থেকে বেরিয়েছিল। দলছুট হয়ে হাতিটি খাবারের লোভে শ্রমিক লাইনে ঢুকে পড়ে। সেই সময় ওই বৃদ্ধ হাতির সামনে পড়ে যান। বন দপ্তরের তরফে সরকারি সব নিয়ম মেনে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।
আরও পড়ুনঃ সাতসকালে শিলিগুড়িতে হাতির হানা