প্যারিস: ২০৩৬ সালে ভারতে অলিম্পিক আয়োজনের বিড করার পরিকল্পনা রয়েছে। তাতে সফল হলে দেশে প্রথমবার ক্রীড়ার মহাযোগ্য আয়োজিত হবে। সুযোগ পেলে ভারত কি সফলভাবে এর আয়োজন করতে পারবে? ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রোঁ এই ব্যাপারে আশাবাদী। তাঁর কথায়, ‘অলিম্পিক আয়োজনের ক্ষমতা ভারতের আছে। এই নিয়ে ভারতের কোনওরকম সহায়তার প্রয়োজন পড়লে আমরা পাশে আছি। প্যারিসে অলিম্পিক আয়োজনে ভোলেন্টিয়ারদের মধ্যে ভারতীয়রা ছিলেন। ভারতের সঙ্গে প্যারিসে অলিম্পিক আয়োজনের জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নিতেও আমরা তৈরি।’ পাশাপাশি সফলভাবে আয়োজনের অন্যতম উপায় হিসাবে একতার কথাও ম্যাক্রোঁ বলেছেন।