উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) ফাইনালে উঠলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। আরও এক বার সোনার দৌড়ে টোকিও অলিম্পিকে সোনাজয়ী। মঙ্গলবার পুরুষদের জ্যাভেলিনের (Javelin Throw) কোয়ালিফিকেশনের গ্রুপ ‘বি’-তে প্রথম থ্রোয়েই ৮৯.৩৪ মিটার দূরত্ব অতিক্রম করেন নীরজ। যা এই মরশুমে তাঁর সেরা থ্রো। আর সেই থ্রোয়ের সুবাদে ফাইনালে উঠে গিয়েছেন নীরজ। কারণ যোগ্যতা অর্জন পর্বে ৮৪ মিটারের বেশি দূরে ছুড়তে পারলে সরাসরি ফাইনালে ওঠা যায়। প্রসঙ্গত, ২০২১ সালের ৭ অগাস্ট টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন নীরজ। তিন বছর পর ৮ অগাস্ট প্যারিস অলিম্পিকের ফাইনালে খেলবেন নীরজ।
গ্রুপ ‘বি’-তে ছিলেন নীরজ। গ্রুপ ‘এ’-তে ছিলেন কিশোর জেনা। তিনি যোগ্যতা অর্জন করতে পারলেন না। কিশোর ৮০.৭৩ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন। কিন্তু ফাইনালে সেরা ১২ জন যোগ্যতা অর্জন করবেন। কিশোর প্রথম ১২ জনের মধ্যে থাকতে পারলেন না। গ্রুপ ‘এ’ থেকে সরাসরি যোগ্যতা অর্জন করেছেন জার্মানির জুলিয়ান ওয়েবার (৮৭.৭৬), কেনিয়ার জুলিয়াস ইয়েগো (৮৫.৯৭), চেকিয়ার ইয়াকুব ভাদলেক (৮৫.৬৩) এবং ফিনল্যান্ডের টনি কেরানেন (৮৫.২৭)। গ্রুপ বি থেকে নীরজ ছাড়াও এখনও পর্যন্ত সরাসরি যোগ্যতা অর্জন করেছেন গ্রেনাডার অ্যান্ডরসন পিটার্স (৮৮.৬৩), পাকিস্তানের আরশাদ নাদিম (৮৬.৫৯) ব্রাজিলের লুইজ মরিসিয়ো ডা সিলভা (৮৫.৯১) এবং মলডোভার আন্দ্রিয়ান মারডারে (৮৪.১৩)।