তিরুবনন্তপুরম: করোনা সংক্রমণ বেড়ে চলেছে কেরলে। দৈনিক আক্রান্তের সংখ্য়া পেরিয়ে গিয়েছে ৫০ হাজার। এর মধ্য়ে ৯৪ শতাংশই ওমিক্রনে আক্রান্ত বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্টে অধিকাংশ মানুষ আক্রান্ত হচ্ছেন। আগামী তিন সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরই সংক্রমণ কমতে থাকবে।
স্বাস্থ্যমন্ত্রীর কথায়, ‘আক্রান্ত রোগীদের জিনোম সিকোয়েন্স করে জানা গিয়েছে যে তাঁদের মধ্যে ৯৪ শতাংশই ওমিক্রনে আক্রান্ত। বাকি ৬ শতাংশ ডেল্টা ভ্য়ারিয়েন্টে আক্রান্ত। নতুন করে আক্রান্তদের মধ্যে ৩.৬ শতাংশের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন পড়েছে। অন্যদিকে, আইসিইউর প্রয়োজনীয়তা তুলনামূলকভাবে অনেকটাই কমেছে।’ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষের সহায়তার জন্য রাজ্য সরকারের তরফে কমিউনিটি কিচেন চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি জেলায় কোভিড ওয়ার রুম তৈরি করা হয়েছে।’