অমরাবতী: অন্ধ্রপ্রদেশে ওমিক্রনে সংক্রামিত হয়েছেন এক মহিলা। এনিয়ে ওই রাজ্যে দুজন করোনার নয়া স্ট্রেনে সংক্রামিত হলেন। অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, ৩৯ বছর বয়সি ওই মহিলা সম্প্রতি কেনিয়া থেকে চেন্নাইয়ে ফিরেছিলেন। সেখান তিনি তিরুপতিতে আসেন। ১২ ডিসেম্বর তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। ওই মহিলার লালার নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। বুধবার রিপোর্ট এলে দেখা যায়, তিনি ওমিক্রনে সংক্রামিত হয়েছেন। যদিও তাঁর পরিবারের বাকি সদস্যদের নমুনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial