নয়াদিল্লি: দেশে আতঙ্ক ছড়িয়েছে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন ওমিক্রন। এর মাঝে স্বস্তির কথা, এই মুহূর্তে দেশে দৈনিক করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আছে। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট মোতাবেক, ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৩১৭ জন নতুন করে করোনায় সংক্রামিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩১৮ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৯০৬ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা ৭৮ হাজার ১৯০টি, যা গত ৫৭৫ দিনে সর্বনিম্ন। এদিকে, করোনা সংক্রমণ কমলেও ওমিক্রন সংক্রামিতের সংখ্যা বেড়ে চলেছে। দেশে এখনও পর্যন্ত ২১৩ জনের শরীরে করোনার নতুন স্ট্রেনের হদিস মিলেছে।
আরও পড়ুন : ওমিক্রন রুখতে রাজ্যকে কী পরামর্শ কেন্দ্রের
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial