নয়াদিল্লি: দেশে ক্রমশ বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, এখন পর্যন্ত দেশে ৯ হাজার ৬৯২ জন ওমিক্রনে সংক্রামিত হয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত সেই সংখ্যাটা ছিল ৯ হাজার ২৮৭। এদিন গতকালের তুলনায় ৪.৩৬% সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।
India reports 3,47,254 new COVID cases (29,722 more than yesterday), 703 deaths, and 2,51,777 recoveries in the last 24 hours
Active case: 20,18,825
Daily positivity rate: 17.94%9,692 total Omicron cases detected so far; an increase of 4.36% since yesterday pic.twitter.com/CqU32s5iva
— ANI (@ANI) January 21, 2022
এদিকে, দেশে ঊর্ধ্বমুখী দৈনিক করোনা সংক্রমণ। ওমিক্রন আতঙ্কের মাঝে ক্রমশ বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৭ হাজার ২৫৪ জন। গতকালের তুলনায় বেড়েছে মৃত্যুও। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭০৩ জনের। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৫১ হাজার ৭৭৭ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ৯৪ হাজার ৭৭৪ জন।
আরও পড়ুন : দেশে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, বাড়ল দৈনিক মৃত্যুও