উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাড়ির সবাই মিলে দশেরার মেলায় যাচ্ছিলেন। পথে দুর্ঘটনা কেড়ে নিল ৭ জনের প্রাণ। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ক্যানালে পড়ে যাওয়ায় মৃত্যু হয়েছে সকলের। তবে কোনও ক্রমে বেঁচে গিয়েছেন গাড়ির চালক। শনিবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার মুন্দ্রি গ্রামের কাছে। পুলিশসূত্রে জানা গিয়েছে, গাড়িটিতে ড্রাইভার সহ মোট ৯ জন যাত্রী ছিলেন। দশেরা উপলক্ষে বাবা রাজপুরি মেলায় যাচ্ছিলেন তাঁরা। মুন্দ্রি গ্রামের কাছে পৌঁছতেই ড্রাইভার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি পাশের একটি ক্যানেলে গিয়ে পড়ে। গাড়ির ড্রাইভার কোনওভাবে বেরিয়ে আসতে পারলেও ডুবে যান বাকিরা।
জানা গিয়েছে, মৃত ব্যক্তিদের নাম সতবিন্দর (৫০),চামেলি (৬৫), তিজো(৪৫), ফিজা(১৬), বন্দনা (১০), রিয়া (১০) এবং রামনদীপ(৬)। এছাড়াও কোমল নামে একটি ১২ বছরের কিশোরী নিখোঁজ রয়েছে এখনও। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এরা সবাই কাইথালের দিগ গ্রামের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে নিজের এক্স হ্যান্ডেলে পোষ্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘটনাকে খুবই হৃদয় বিদারক বলে জানান তিনি। তিনি আরও জানান যে, এই বিষয়ে রাজ্য সরকারের তরফে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।