ফাঁসিদেওয়া: বাংলাদেশিদের ভারতে আশ্রয় দেওয়ার অভিযোগে ১ জনকে ফাঁসিদেওয়ার পুলিশ গ্রেপ্তার করল। শুক্রবার পুলিশ ফাঁসিদেওয়া ব্লকের চটহাট বহিরগছ এলাকায় অভিযুক্তের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে৷ পুলিশ ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে।
ধৃত মহম্মদ জাহিদ (২৯) এর বিরুদ্ধে একাধিকবার বাংলাদেশি গোরু পাচারকারীদের নিজের ডেরায় আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে পুলিশ সূত্র জানিয়েছে। আরও জানা গিয়েছে, এর আগেও অভিযুক্তের বিরুদ্ধে এ ধরণের বেআইনি কারবারে জড়িত থাকার অভিযোগ ছিল।
সেই খবরের ভিত্তিতেই তদন্তে নেমে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত অভিযোগ স্বীকার করে নিয়েছে। এই ঘটনায় জাহিদের সঙ্গে আর কেউ জড়িত কিনা তা জানতে তদন্তকারী পুলিশ অফিসার ধৃতের ৭ দিনের পুলিশ হেপাজতের আর্জি জানিয়ে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়েছে।