উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার বাজেট অধিবেশন শেষ হতে সংবাদমাধ্যমের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে বিভিন্ন রাজ্য দখলের চেষ্টা করছে বিজেপি।’
ভোটার তালিকা নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মহারাষ্ট্র, দিল্লির প্রসঙ্গ টেনে বলেন, ‘মহারাষ্ট্রে ৪০ লাখ ভোটার বাড়ল কী করে? আর দিল্লিতে আপনারা কী করেছিলেন? একদিন না একদিন তো বেরোবেই। শুনুন অঙ্কটা কেউ দেরিতে কষে, কেউ আগে কষে। আমরা অঙ্কটা কষে দেখে নিয়েছি। একদিন না একদিন সত্যটা বেরোবেই।’
তাঁর আরও বক্তব্য, ‘ভোটার তালিকা, আধার কার্ডে নাম তোলার কাজ কেন অনলাইনে হবে? কেন ফিজিক্যাল ভেরিফিকেশন করা হবে না? এভাবে জালিয়াতি করেই ভোটে কারচুপি করার চেষ্টা হচ্ছে। প্রতি বিধানসভার ভোটার লিস্টে ২০ থেকে ৩০ হাজার ভুয়ো নাম ঢোকানোর জন্য বাবুরা বাংলায় এসে বসে আছেন। এই পরিকল্পনা কিন্তু আমরা ভেস্তে দেব। কারণ, অন্য রাজ্য যা পারে না, বাংলা তা পারে। আমরা চুরিটা ধরে ফেলেছি। ভোট এলেই বাংলায় এদের পা পড়ে। এদের আমি বলি ভুতুড়ে রাজনৈতিক দল।’
উল্লেখ্য, দিল্লি বিধানসভা নির্বাচনে ২৭ বছর পর জয়লাভ করেছে বিজেপি (BJP)। এই জয় নিয়ে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘দিল্লির নির্বাচনে (Delhi Election 2025) কংগ্রেস যদি আপের (APP) সঙ্গে সহযোগিতা করত, তাহলে এই ফল হতো না। আপও হরিয়ানায় কংগ্রেসকে সাহায্য করেনি। একসঙ্গে থাকলে এমন ফল হত না।’