শিলিগুড়ি: খাদ্যে বিষক্রিয়ার (Food Poisoning) জেরে মৃত্যু হল ৫১ বছরের এক ব্যক্তির। অসুস্থ পরিবারের আরও চার সদস্য। ঘটনায় শোরগোল পড়েছে শিলিগুড়ির (Siliguri) ৩৪ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনি এ ব্লক এলাকায়। মৃতের নাম মনোজ কর্মকার। অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী রিতা কর্মকার, দুই ছেলে এবং এক মেয়ে।
স্ত্রী রিতা কর্মকার জানান, গত শনিবার দুপুরে রুই মাছ ও লাল ডাটা শাক খান তাঁরা। এরপর থেকেই তাঁদের বমি, পেট খারাপ শুরু হয়। রবিবার দুপুরে পাঁচজনকেই জেলা হাসপাতালে (Siliguri Hospital) ভর্তি করা হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান মনোজবাবু। বড় ছেলে সাগর কর্মকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে গতরাতেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। খাদ্যে বিষক্রিয়ার জেরে এমনটা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।