উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ঝাড়খণ্ডের রামগড়ে কয়লা খনির একাংশ ধসে অন্তত চার শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে ঘটনাটি ঘটে। খনিতে আটকে পড়েছেন বহু শ্রমিক। উদ্ধারকাজ শুরু হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন খনি থেকে অবৈধভাবে কয়লা তোলা হচ্ছিল। সেই সময় ঘটে বিপত্তি। ধসে যায় খনির একাংশ। ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে চারজনের। দেহ উদ্ধার করা হয়েছে। খনির ভিতরে আরও বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। তাঁদের খোঁজে উদ্ধার অভিযান চলছে। পুলিশ সূত্রে খবর, ওই খনি থেকে যেসব শ্রমিক অবৈধভাবে কয়লা তুলছিলেন তাঁরা কারমার বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও প্রশাসনের কর্মীরা। ঘটনার চলছে বলে জানিয়েছেন রামগড়ের ডিসি ফৈয়জ আহমেদ মুমতাজ। তিনি জানিয়েছেন, পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। উদ্ধারকাজ চলছে।
Illegal Coal Mine Collapses | ঝাড়খণ্ডের রামগড়ে কয়লা খনিতে ধস, নিহত চার শ্রমিক
শেষ আপডেট: