শ্রীনগর: ফের সংঘর্ষ উপতক্যায়। নিরাপত্তা বাহিনী ও জইশ জঙ্গির গুলির লড়াইতে কুলগ্রামে খতম এক সন্ত্রাসবাদী। অন্যদিকে, শহিদ হয়েছেন এক পুলিশকর্মী। জখম তিন সেনা জওয়ান এবং ২ সাধারণ নাগরিক।
গোপন সূত্রে খবরের ভিত্তিতে জানা গিয়েছিল, জম্মু-কাশ্মীরের কুলগামে জঙ্গিরা গা ঢাকা দিয়ে রয়েছে। সেই খবর পেয়ে যৌথ নিরাপত্তা বাহিনী ওই এলাকায় হানা দেয়। সেনা ও পুলিশের উপস্থিতি বুঝতে পেরে গুলি চালায় জঙ্গিরা। তারপরই শুরু হয় গুলির লড়াই। উপতক্যায় এই গুলির লড়াইতে একজন জঙ্গি নিকেশ হয়। শহিদ হন এক পুলিশকর্মী। তিনজন সেনা জওয়ান এবং দুজন সাধারণ নাগরিক জখম হয়েছেন।