করণদিঘি: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ভ্যানচালকের। ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার খেতরাবাড়ি এলাকায়। মৃতের নাম সুরেন শর্মা (৬১)। বাড়ি খেতরাবাড়ির বালিয়া দিঘিতে।
জানা গিয়েছে, ভ্যান নিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে টুঙ্গিদিঘি যাচ্ছিলেন ওই বৃদ্ধ। সেই সময় ভ্যানটিতে ধাক্কা মারে একটি ট্রাক। রাস্তায় ছিটকে পড়ে যায় ওই বৃদ্ধ। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছিন্নভিন্ন হয়ে যায় তাঁর দেহ। ঘটনাস্থলে করণদিঘি ট্রাফিক পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে। ঘন কুয়াশার জেরে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক সহ চালক পলাতক। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।