চাঁচল: খোঁজ নেই চাঁচল-১ ব্লকের কালিকাপুর গ্রামের বাসিন্দা আনসারুল হকের। তিনি দীর্ঘদিন ধরেই ভিনরাজ্যে নির্মাণ শ্রমিকের কাজে কর্মরত। ইদ উল ফিতরের আগে বাড়ি ফিরে ফের বিহারের ভাগলপুরে বিল্ডিং নির্মাণের কাজে যোগ দিতে যান। পারিবারিক কারণে বাড়ি আসার পরিকল্পনা ছিল। সেই মোতাবেক বৃহস্পতিবার সন্ধ্যায় বিহারের সুলতানগঞ্জ স্টেশনে পৌঁছে বাড়িতে ফোন করেন তিনি। কিন্তু তারপরেই ফোন বন্ধ। ট্রেনে সাত ঘণ্টার সফর করলেই বাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল। কিন্তু চারদিন পার হলেও বাড়ি পৌঁছোননি ওই পরিযায়ী শ্রমিক। তিনি ঘরে না ফেরায় দুঃশ্চিন্তায় রয়েছে গোটা পরিবার।
আরও পড়ুনঃ চরম দুর্দশায় বিহার পুলিশের হাতে উচ্ছেদ হওয়া ২০ পরিবার