ধূপগুড়ি: এশিয়ান হাইওয়ের ওপর দুর্ঘটনার জেরে মৃত্যু হল এক যুবকের। গুরুতর জখম আরও দুই যুবক। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম পবিত্র রায় (২৪)। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বুধবার রাতে রাস্তা পার হতে গিয়ে একটি বাইকের ধাক্কায় মাঝ রাস্তায় পড়ে যান পবিত্র। সেসময় একটি দ্রুত গতির বড় গাড়ি বাইক সহ পবিত্রকে ধাক্কা মেরে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। ঘটনায় সেখানেই মৃত্যু হয় পবিত্রর। অন্যদিকে, জখম হন বাইক চালক সহ আরোহী। তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার বিচারে একজনকে জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে স্থানান্তর পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন : করোনা পরিস্থিতিতে ঘাটালে গঙ্গা মেলা বাতিল