উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সবে শেষ হয়েছে উৎসবের মরশুম। কিন্তু ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম (Onion Price) মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে গৃহস্থের। জানা গিয়েছে, গত চারদিনে অন্তত ২০ শতাংশ বেড়েছে পেঁয়াজের দাম।
দিনকয়েক আগেও একাধিক শহরে প্রতি কেজি পেঁয়াজের দাম ৪০ থেকে ৬০ টাকার মধ্যে ঘোরাফেরা করছিল। গত তিন-চারদিনে তা লাফিয়ে বেড়েছে। দিল্লি (Delhi) এবং মুম্বইয়ে (Mumbai) প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে যথাক্রমে ৭০ এবং ৮০ টাকা দরে। শীতের দোরগোড়ায় পেঁয়াজের দাম বেড়ে যাওয়া নিয়ে রাজনীতির গন্ধ পাচ্ছেন অনেকে।
জানা গিয়েছে, গত লোকসভা নির্বাচনে পেঁয়াজ চাষিদের ভোটের বড় অংশই যায়নি বিজেপির ঝুলিতে। এই পরিস্থিতিতে ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন (Maharashtra Poll)। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, পেঁয়াজের দাম বাড়িয়ে কৃষকদের মন জিততে চাইছে সেরাজ্যের মহা জুটি সরকার। তারজেরেই বাজারে অগ্নিমূল্য হয়ে উঠেছে পেঁয়াজ।