মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

Narendra Modi | কোন পথে রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি স্থাপন ? সাক্ষাৎকারে বড় দাবি করলেন মোদি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনকে আলোচনার টেবিলে না আনতে পারলে যুদ্ধ থামবে না। আমেরিকান পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে এক পডকাস্ট সাক্ষাৎকারে ফের এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৩ বছর ধরে রাশিয়া ও ইউক্রেনের (Russia-Ukraine) মধ্যে যুদ্ধ চলছে। তার প্রেক্ষিতে মোদির মতামত জানতে চাওয়া হলে মোদি বলেছেন,  তিনি ইউক্রেন এবং রাশিয়ার রাষ্ট্রপতিদের বলবেন যে এটি যুদ্ধের সময় নয় এবং যুদ্ধক্ষেত্রে কোনও সমাধান আসবে না। রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে দাবি করো মোদি বলেন, ‘ আমি পুতিনকে (Vladimir Putin) বলতে পারি যে এটা যুদ্ধের সময় নয়, রাষ্ট্রপতি জেলেনস্কিকে বন্ধুত্বপূর্ণভাবেবলতে পারি যে ভাই যত মানুষই আপনার সঙ্গে থাকুকনা কেন, যুদ্ধক্ষেত্রে এর কোনও সমাধান হবে না।’ মোদির কথায়, ভারত, বেশ কয়েকবার নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে কেবল আলোচনার ফলে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটবে ।  মোদির অভিমত, ‘ইউক্রেন তাদের বন্ধুরাষ্ট্রের সঙ্গে অসংখ্য আলোচনা করতে পারে, কিন্তু কিন্তু এর কোনও ফল হবে না। আলোচনায় উভয় পক্ষকেই অন্তর্ভুক্ত করা উচিত।’

গত মাসে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে জেলেনস্কির ‘ব্যার্থ’ বৈঠকের পর ট্রাম্প সরাসরি দুপক্ষের উপরেই চাপ সৃষ্টি করে চলেছেন।  চাপের মুখে আমেরিকার প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধ বিরতি প্রস্তাবকে সমর্থন করেছেন জেলেনস্কি। পুতিনও এই প্রস্তার সমর্থনের ইঙ্গিত দিয়েছেন। তবে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আগে তিনি এমন অনেক বিষয় তুলে ধরেছেন যা স্পষ্ট হওয়া প্রয়োজন।

গত বছরই ইউক্রেন ও রাশিয়া ২ দেশই সফর করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেই অভিজ্ঞতার ভিত্তিতে তিনি জানান, প্রাথমিকভাবে শান্তি স্থাপণ করা যথেষ্ট চ্যালেঞ্জের ছিল। কিন্তু এখন বর্তমান পরিস্থিতি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে অর্থপূর্ণ এবং ফলপ্রসূ আলোচনার সুযোগ তৈরি করেছে। ইউক্রেন এবং রাশিয়া উভয়ই আলোচনার টেবিলে এলে সমাধান কেবল তখনই আসবে।’

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

More like this
Related

Utttar Pradesh Murder | ভাগ্নের সঙ্গে স্ত্রীর পরকীয়া! ট্রলিব্যাগে মিলল দুবাই ফেরত স্বামীর টুকরো টুকরো দেহ  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি উত্তরপ্রদেশের মীরাটে প্রেমিকের সঙ্গে...

J&K Terrorist Attack | সৌদি থেকেই শা’কে কাশ্মীরে যাওয়ার নির্দেশ মোদির, আজই জরুরি বৈঠক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা...

Court | বিচারককে ‘দেখে নেওয়ার’ হুমকি আসামির

নয়াদিল্লি: ‘বাইরে আয়, দেখব কীভাবে জ্যান্ত বাড়ি ফিরিস!’ খাস...

UPSC | ফল প্রকাশ হল ইউপিএসসি-র, শীর্ষস্থানে উত্তরপ্রদেশের মেয়ে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার প্রকাশিত হল সর্বভারতীয় সিভিল...