উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনকে আলোচনার টেবিলে না আনতে পারলে যুদ্ধ থামবে না। আমেরিকান পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে এক পডকাস্ট সাক্ষাৎকারে ফের এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৩ বছর ধরে রাশিয়া ও ইউক্রেনের (Russia-Ukraine) মধ্যে যুদ্ধ চলছে। তার প্রেক্ষিতে মোদির মতামত জানতে চাওয়া হলে মোদি বলেছেন, তিনি ইউক্রেন এবং রাশিয়ার রাষ্ট্রপতিদের বলবেন যে এটি যুদ্ধের সময় নয় এবং যুদ্ধক্ষেত্রে কোনও সমাধান আসবে না। রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে দাবি করো মোদি বলেন, ‘ আমি পুতিনকে (Vladimir Putin) বলতে পারি যে এটা যুদ্ধের সময় নয়, রাষ্ট্রপতি জেলেনস্কিকে বন্ধুত্বপূর্ণভাবেবলতে পারি যে ভাই যত মানুষই আপনার সঙ্গে থাকুকনা কেন, যুদ্ধক্ষেত্রে এর কোনও সমাধান হবে না।’ মোদির কথায়, ভারত, বেশ কয়েকবার নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে কেবল আলোচনার ফলে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটবে । মোদির অভিমত, ‘ইউক্রেন তাদের বন্ধুরাষ্ট্রের সঙ্গে অসংখ্য আলোচনা করতে পারে, কিন্তু কিন্তু এর কোনও ফল হবে না। আলোচনায় উভয় পক্ষকেই অন্তর্ভুক্ত করা উচিত।’
গত মাসে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে জেলেনস্কির ‘ব্যার্থ’ বৈঠকের পর ট্রাম্প সরাসরি দুপক্ষের উপরেই চাপ সৃষ্টি করে চলেছেন। চাপের মুখে আমেরিকার প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধ বিরতি প্রস্তাবকে সমর্থন করেছেন জেলেনস্কি। পুতিনও এই প্রস্তার সমর্থনের ইঙ্গিত দিয়েছেন। তবে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আগে তিনি এমন অনেক বিষয় তুলে ধরেছেন যা স্পষ্ট হওয়া প্রয়োজন।
গত বছরই ইউক্রেন ও রাশিয়া ২ দেশই সফর করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেই অভিজ্ঞতার ভিত্তিতে তিনি জানান, প্রাথমিকভাবে শান্তি স্থাপণ করা যথেষ্ট চ্যালেঞ্জের ছিল। কিন্তু এখন বর্তমান পরিস্থিতি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে অর্থপূর্ণ এবং ফলপ্রসূ আলোচনার সুযোগ তৈরি করেছে। ইউক্রেন এবং রাশিয়া উভয়ই আলোচনার টেবিলে এলে সমাধান কেবল তখনই আসবে।’