মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

Operation Sindhu | ভারতের জন্য আকাশসীমা খুলল ইরান, গভীর রাতে ২৯০ পড়ুয়াকে নিয়ে দিল্লিতে নামল বিশেষ বিমান

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের জন্য নিজেদের আকাশসীমা খুলে দিল যুদ্ধবিধ্বস্ত ইরান (Iran)। সেদেশে আটকে রয়েছেন অন্তত হাজার ভারতীয় পড়ুয়া (Indian Students)। শুক্রবার গভীর রাতে ২৯০ জন ভারতীয় পড়ুয়াকে নিয়ে দিল্লিতে (Delhi) অবতরণ করল বিশেষ বিমান। পড়ুয়াদের নিয়ে আসা তিনটি ফ্লাইটের মধ্যে এটিই প্রথম। শনিবার আরও দুটি বিমানে আটকে থাকা বাকি পড়ুয়াদের আনা হবে বলে জানা গিয়েছে।

তেহরান থেকে মাশহাদ হয়ে ভারতে পৌঁছায় এই ফ্লাইট। ইরানের দূতাবাসের ডেপুটি চিফ মহম্মদ জাওয়াদ হোসেনি জানিয়েছেন, ‘আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে প্রয়োজনে আরও ফ্লাইট চালানো হবে।’ আটকে থাকা পড়ুয়াদের তরফে জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ভারত সরকার, পররাষ্ট্র মন্ত্রক এবং সংশ্লিষ্ট সমস্ত আধিকারিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছে, সঠিক সময়ে হস্তক্ষেপ এবং সহায়তার জন্য পড়ুয়ারা দেশে ফিরতে পারল।

গত শুক্রবার থেকে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে ইরানে। ইজরায়েল-ইরান সংঘর্ষে ক্রমশ পরিস্থিতির অবনতি হচ্ছে। এই পরিস্থিতিতে ইরান থেকে ভারতীয়দের নিয়ে আসতে বুধবার ‘অপারেশন সিন্ধু’ (Operation Sindhu) শুরু করে নয়াদিল্লি। ওই দিন বিবৃতি দিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রক জানায়, ওই সময়ের মধ্যে ১১০ জন ভারতীয় পড়ুয়াকে ইরান থেকে বের করে আনা হয়েছে। ইরান সীমান্ত পেরিয়ে মঙ্গলবার তাঁদের নিরাপদে নিয়ে যাওয়া হয় আর্মেনিয়ায়। সেখান থেকে পড়ুয়াদের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে। তাঁদের সঙ্গে ছিলেন ইরান এবং আর্মেনিয়ায় ভারতীয় দূতাবাসের আধিকারিকরা। পরে বুধবার সেখান থেকে একটি বিশেষ বিমানে পড়ুয়ারা দিল্লির উদ্দেশে রওনা দেন। ইরানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে তৎপর রয়েছে কেন্দ্র।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Axiom-4 | পৃথিবীতে পৌঁছে গেলেন শুভাংশু শুক্লা সহ ৪ মহাকাশচারী, প্রশান্ত মহাসাগরে সফল অবতরণ করল ‘ড্রাগন’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অবশেষে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে...

Nimisha Priya | আলোচনায় আশার আলো! ইয়েমেনে আপাতত স্থগিত ভারতীয় নার্স নিমিশার ফাঁসি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বড় স্বস্তি। ইয়েমেনে (Yemen) কেরলের...

Price of Medicine | অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র! তালিকায় রয়েছে ডায়াবেটিস ও ক্যানসারের ওষুধও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৭১ টি অত্যাবশকীয় ওষুধের দাম...

BJP worker murder case | বিজেপি কর্মী খুনে চার্জশিটে নাম, হাইকোর্টে আগাম জামিনের আর্জি পরেশ পাল সহ তিন নেতা-নেত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বিজেপি কর্মী অভিজিৎ সরকার...