Top News

পাটনায় বিরোধী জোটের বৈঠক শুরু, একমঞ্চে রাহুল-মমতা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নীতীশ কুমারের ডাকে বিজেপি বিরোধী দলগুলির বৈঠক শুরু পাটনায়। বৃহস্পতিবার রাতেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আপ নেতা ভগবন্ত মানকে সঙ্গে নিয়ে পাটনায় পৌঁছোন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর কয়েক ঘণ্টা আগেই গতকাল বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়ে পাটনায় পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তাঁরা যান সার্কুলার রোডে বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বাংলোয়। মমতার সঙ্গে দেখা করার জন্য আরজেডি প্রধান লালুপ্রসাদ এবং তাঁর স্ত্রী তথা বিহারের মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী চলে এসেছিলেন ছেলের বাড়িতে। লালুর পায়ে হাত দিয়ে প্রণাম করেন মমতা, সঙ্গে অভিষেকও। সেখানে আগামী লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দেন মমতা।

নীতীশের বৈঠকে যোগ দিতে শুক্রবার সকালে পাটনায় পৌঁছোন কংগ্রেস নেতা রাহুল গান্ধি এবং দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গে। জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরে তাঁদের স্বাগত জানাতে হাজির ছিলেন নীতীশ। বিমানবন্দর থেকে প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর সদাকত আশ্রমে যান তাঁরা। এর পর ১ অ্যানে মার্গে নীতীশের সরকারি বাসভবনে বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে যান তাঁরা। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি এবং ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও বৃহস্পতিবার রাতে পাটনায় পৌঁছেছিলেন। এদিন সকালে কন্যা সুপ্রিয়া সুলে এবং দলের নেতা প্রফুল পাটেলকে নিয়ে পাটনায় পৌঁছোন এনসিপি প্রধান শরদ পওয়ার। জেএমএম প্রধান তথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা (বালাসাহেব) প্রধান উদ্ধব ঠাকরে এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। তাঁরা সকলেই হাজির রয়েছেন নীতীশের বাড়িতে।

এদিকে, বৈঠকের আগেই দিল্লির আমলাতন্ত্রের উপর নিয়ন্ত্রণ সংক্রান্ত কেন্দ্রের বিতর্কিত অর্ডিন্যান্স (অধ্যাদেশ) নিয়ে কংগ্রেসকে নিশানা করে অরবিন্দ কেজরিওয়ালের দল। আপ মুখপাত্র প্রিয়ংকা কক্কর বলেন, ‘আমরা জানতে পেরেছি, ওই অর্ডিন্যান্স নিয়ে নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে কংগ্রেসের গোপন সমঝোতা হয়েছে। তাই অর্ডিন্যান্স বিরোধিতায় শামিল হবে না কংগ্রেস।’ সূত্রের খবর, মোদি সরকারের অর্ডিন্যান্সের বিরোধিতায় কংগ্রেসের সমর্থন না পেলে পাটনা বৈঠক বয়কটের হুমকি দিয়েছিলেন কেজরিওয়াল। শেষ পর্যন্ত নীতীশের অনুরোধে গতরাতেই পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে পাটনায় পৌঁছোন তিনি। আপের অভিযোগের জবাবে দিল্লির কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেন, ‘কংগ্রেস শীর্ষ নেতৃত্ব পাটনায় গিয়েছেন, বিজেপি-বিরোধী ঐক্যবদ্ধ লড়াইয়ে শামিল হওয়ার বার্তা দিতে। অর্ডিন্যান্স নিয়ে কেজরিওয়ালের সঙ্গে দর কষাকষি করতে নয়।’

Kuhelika Barman

Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Weather Report | তীব্র তাপপ্রবাহে বাড়ছে অস্বস্তি, সোমেই হাওয়া বদল বঙ্গে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের তীব্র গরমে পুড়ছে রাজ্যবাসী। শনি ও রবিবার উত্তর ও দক্ষিণ…

28 mins ago

Sex Worker | ঘরের বৌকে যৌনকর্মী হতে চাপ! কাঠগড়ায় স্বামী-শাশুড়ি

শিলিগুড়ি: সন্তান জন্মের পর থেকেই বাড়ির বৌকে যৌন ব্যবসায় নামানোর জন্য চাপ দিচ্ছেন খোদ স্বামী…

10 hours ago

Siliguri | গৃহবধূকে দুই মেয়ে সহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে

শিলিগুড়ি: স্বামীর মৃত্যুর পর থেকেই গৃহবধূকে অত্যাচারের অভিযোগ শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। দুই কন্যা সন্তান…

12 hours ago

Manikchak | তৃণমূল অঞ্চল সভাপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ, কাঠগড়ায় কংগ্রেস

মানিকচক: তৃণমূল (TMC) অঞ্চল সভাপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল কংগ্রেসের (Congress) বিরুদ্ধে। মালদার মানিকচকের…

13 hours ago

Mamata Banerjee | সিপিএমের সঙ্গে নন্দীগ্রামে গণহত্যা ঘটিয়েছিলেন শুভেন্দু-শিশির! নাম না করেই বিস্ফোরক ইঙ্গিত মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : নন্দীগ্রাম গণহত্যা নিয়ে ফের বিস্ফোরক মমতা। এবার নাম না করে…

13 hours ago

Malda news | নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীর যাবজ্জীবন কারাদণ্ড

মালদা: নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীর যাবজ্জীবন সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত। এছাড়া…

13 hours ago

This website uses cookies.