Top News

২৩ জুন পাটনায় বিরোধীদের মহাবৈঠক, থাকছেন না কেসিআর-নবীন

নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী জোট গঠনের তৎপরতা শুরু হয়েছে। বিজেপি বিরোধী মহাজোট গড়তে উদ্যোগী হয়েছেন খোদ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ২৩ জুন পাটনায় এজন্য বৈঠক ডাকা হয়েছে। হাই প্রোফাইল বৈঠকে অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার, অরবিন্দ কেজরিওয়াল, ইয়েচুরি, ডি রাজা, অখিলেশ যাদব, ফারুখ আবদুল্লা, তেজস্বী যাদবের মতো দেশের মোদি-বিরোধী মোর্চার প্রথমসারির নেতা-নেত্রীরা।

বুধবার রাতে জানা গিয়েছে, পাটনায় বিরোধী শিবিরের বৈঠকে যোগ দেবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধিও। এতে উল্লসিত বিরোধী শিবিরের একটা বড় অংশ। যদিও মনে স্বস্তি নেই বিরোধী ফ্রন্টের। এর কারণ দেশের তিন গুরুত্বপূর্ণ নেতা-তেলঙ্গনার মুখ্যমন্ত্রী তথা বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও, বিজেডি সুপ্রিমো এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এবং টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু।

নবীন বরাবরই বিজেপি এবং মোদি সরকারের প্রতি বিশেষ সহানুভূতিশীল। তা সত্ত্বেও গত মাসে ভুবনেশ্বর গিয়ে নীতিশ কুমার দীর্ঘ বৈঠকের মাধ্যমে তাঁর মন গলানোর অনেক চেষ্টা করেন। কিন্ত তাতে লাভের লাভ কিছুই হয়নি বলে দাবি। দলীয় সূত্রের খবর, কেসিআর এবং নবীন পট্টনায়েক ২৩ জুন পাটনার বিরোধী বৈঠকে যোগ দেবেন না।

বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুকে। কিন্তু তিনি হ্যাঁ বা না কিছুই জানাননি। কেসিআর, নবীন এবং চন্দ্রবাবুকে ছাড়া সার্বিক বিরোধী জোট গঠন সম্ভব নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Web Desk

Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Recent Posts

Amit Sah | লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়বে ১০০ টাকা! শায়ের ঘোষণায় অস্বস্তিতে বিজেপি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তুরুপের তাস বলে মনে…

10 mins ago

HS Result 2024 | উচ্চমাধ্যমিকে তুফানগঞ্জ মহকুমায় সম্ভাব্য তৃতীয় মৃৎশিল্পীর মেয়ে, স্বপ্ন ডব্লিউবিসিএস অফিসার হওয়ার

তুফানগঞ্জ: উচ্চমাধ্যমিকে (HS Result 2024) ৪৮০ নম্বর পেয়ে তুফানগঞ্জ মহকুমায় সম্ভাব্য তৃতীয় তথা স্কুলের সেরা…

35 mins ago

Python rescue | রাস্তার পাশ থেকে অজগর সাপ উদ্ধার করে বনকর্মীদের হাতে তুলে দিলেন টোটোচালক

চালসাঃ টোটো নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে একটি অজগর সাপ নজরে আসে চালকের। রাস্তার…

48 mins ago

CBSE Result 2024 | সিবিএসই দশমের পরীক্ষার ফলাফলে তাক লাগাল বন্ধ বামনডাঙ্গা চা বাগানের শ্রমিকের ছেলে

নাগারাকাটা: নিজেদের সাধ্য নেই। পড়াশোনা করাতে ভরসা ছিল পেশায় প্রাথমিক শিক্ষক কাকা। তাঁর সহযোগিতাতেই নাগরাকাটার…

58 mins ago

Financial scam | কোটি টাকা তছরুপ রানিগঞ্জ পোস্ট অফিসে! গ্রেপ্তার পোস্টমাস্টার, ক্যাশিয়ার

রানিগঞ্জ ও আসানসোলঃ আসানসোলের রানিগঞ্জ হেড পোস্ট অফিসে আর্থিক দুর্নীতি। টাকা তছরুপের অভিযোগে পোস্টমাস্টার সহ…

1 hour ago

PoK Violence | পাক অধিকৃত কাশ্মীরে ক্ষোভের আগুন, গুলিতে মৃত ৩

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্ষোভের (PoK Violence) আগুনে জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর (Pakistan Occupied Kashmir)।…

2 hours ago

This website uses cookies.