সোমবার, ২৪ মার্চ, ২০২৫

Mala Roy | কলেজে গভর্নিং বোর্ডের বৈঠকে বহিরাগত! মালা রায়কে ঘিরে বিক্ষোভ যোগেশচন্দ্র চৌধুরী কলেজে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দোল উৎসবকে কেন্দ্র করে উত্তপ্ত যোগেশচন্দ্র চৌধুরী কলেজ। মালা রায়ের গাড়ির সামনে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। পড়ুয়াদের দাবি, দোল উৎসবকে কেন্দ্র করে কলেজে বহিরাগতদের অবাধ যাতায়াত। এমনকি তারা মালা রায়ের (MP Mala Roy) বৈঠকেও উপস্থিত ছিলেন। তারা কে? কেনই বা কলেজে উপস্থিত হবেন? সেই প্রশ্ন তুলেই বিক্ষোভ দেখানো হয়।

কলেজ সূত্রে জানা গেছে, যোগেশচন্দ্রের পড়ুয়ারা বুধবার রং খেলায় মেতে ওঠেন। মূলত কলেজের ডে এবং আইন বিভাগের পড়ুয়াদের মধ্যে রং খেলা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। পড়ুয়াদের একাংশ দাবি করে, বহিরাগতরা জোর করে কলেজে প্রবেশ করে রং মাখাতে চাইছে। তাদের বাধা দিতে গেলেই শুরু হয় কথা কাটাকাটি, বচসা। পরিস্থিতি উত্তপ্ত হতেই পুলিশ প্রবেশ করে ক্যাম্পাসে। দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে তাঁরা।

অন্যদিকে, আজ কলেজে গভর্নিং বোর্ডের বৈঠকে উপস্থিত ছিলেন মালা রায়। পড়ুয়াদের দাবি, এই বৈঠকেও উপস্থিত ছিলেন বহিরাগতরা। এরই প্রতিবাদে, পড়ুয়াদের একাংশ মালা রায়ের গাড়ির সামনে বিক্ষোভে দেখাতে শুরু করেন। তবে বহিরাগত প্রসঙ্গে মালা রায়ের বক্তব্য, ‘আমি বৈঠক করতে কলেজে এসেছিলেন। আমার পক্ষে বোঝা সম্ভব নয় কে বহিরাগত আর কে বহিরাগত নয়। বিষয়টি প্রশাসন দেখবে, কলেজ কর্তৃপক্ষ দেখবে।’

প্রসঙ্গত উল্লেখ্য, সরস্বতী পুজোকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যোগেশচন্দ্র চৌধুরী কলেজে (Jogesh Chandra Chaudhuri College)। শেষে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে কলেজে পুজো হয়। এবার দোলের আগেও একই পরিস্থিতি তৈরি হল। আর কলেজের ভিতরে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) বিক্ষোভের মুখে পড়লেন খোদ তৃণমূল (TMC) সাংসদ।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Raiganj | উপপ্রধান সহ বিজেপির ৮ গ্রাম পঞ্চায়েত সদস্য গেলেন তৃণমূল কংগ্রেসে, তবুও বোর্ড বিজেপির দখলে!

রায়গঞ্জ: উপপ্রধান সহ বিজেপির ৮ গ্রাম পঞ্চায়েত সদস্য রবিবার...

Harishchandrapur | তৃণমূল নেত্রীকে গ্রেপ্তারের দাবি! চটি হাতে রাস্তায় নামলেন শয়ে শয়ে মহিলা

হরিশ্চন্দ্রপুর: তৃণমূলের কিষান সেলের রাজ্য কমিটির নেত্রী সালমি খাতুনকে...

Mothabari | বন্ধুকে স্টেশনে আনতে যাওয়াই কাল! ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৩ যুবকের

মোথাবাড়ি: ইদ উপলক্ষ্যে ভিনরাজ্য থেকে কাজ করে বাড়ি ফিরছিলেন...

Sikkim | কানের ‘টিকিট’ পাহাড়ি কন্যার, পিতৃতন্ত্রের শিকল ভাঙার গল্পেই বাজিমাত সিনেমায়

শিলিগুড়ি: পূর্ব সিকিমের নান্দক। পাহাড়ের ছোট্ট একটা গ্রাম। দেশের...