উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ফুটবল মাঠে আতশবাজি বিস্ফোরণে জখম হলেন ৩০ জনেরও বেশি দর্শক। সোমবার কেরলের মালাপ্পুরমের আরিকোডের কাছে ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কারও আঘাত তেমন গুরুতর নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আরিকোডের ওই মাঠে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। ম্যাচ শুরুর আগে পোড়ানোর জন্য নিয়ে আসা হয়েছিল আতশবাজি। আতশবাজির পোড়ানোর সময় তাতে আচমকা বিকট শব্দে বিস্ফোরণ হয়। আগুনের ফুলকি দর্শকাসনে বসে থাকা লোকেদের ওপর এসে পড়ে। এতে ৩০ জন দর্শক জখম হয়েছেন বলে জানিয়েছে আরেকোড পুলিশ। জখমদের দ্রুত উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।
একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ইউনাইটেড এফসি নিল্লিকুঠ এবং কেএমজি মাভুর নামে দুটি ফুটবল টিমের মুখোমুখি হওয়ার কথা ছিল মালাপ্পুরমের ওই মাঠে। কিন্তু খেলা শুরুর আগে বিস্ফোরণে ঘটে বিপত্তি।