চালসা: আহত অবস্থায় উদ্ধার হল একটি প্যাঁচা। শনিবার মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের ক্ষুদিরামপল্লীর সমাজসেবী মফিজুল ইসলাম আহত ওই প্যাঁচাটিকে দেখতে পান। মফিজুল জানান, শনিবার সকালে কয়েকটি কাক প্যাঁচাটিকে তাড়া করে ঠোকরাতে থাকে। সেইসময় মফিজুল কোনওরকমে প্যাঁচাটিকে উদ্ধার করে একটি খাঁচায় রেখে মালবাজারের বন্যপ্রাণ দপ্তরকে খবর দেন। কিছুক্ষণ পর বনকর্মীরা এসে সেটিকে উদ্ধার করে নিয়ে যায়। চিকিৎসার পর সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন : চালসা ভিউ পয়েন্টে আবর্জনা, ক্ষোভ