উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘পদ্মশ্রী’ পুরস্কারপ্রাপ্ত সন্ন্যাসী কার্তিক মহারাজকে হাজিরার (Kartik Maharaj) নোটিস দিল মুর্শিদাবাদের নবগ্রাম থানার পুলিশ। আগামীকাল তাঁকে হাজির হতে হবে নবগ্রাম থানায়। সোমবার বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘের অফিসে আশ্রমের এক প্রতিনিধির হাতে নোটিস দিতে আসেন নবগ্রাম থানার আইসি।
সম্প্রতি এক মহিলা কার্তিক মহারাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন (Physical assault case)। তাঁর অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালে চাকরির প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকা আশ্রমের এক প্রাইমারী স্কুলে তাঁকে শিক্ষিকা পদে চাকরি দেন। তিনি যেহেতু তাঁর ঘরবাড়ি ছেড়ে চাকরিতে যোগ দিয়েছিলেন, তাই স্কুলের মধ্যেই একটি ঘর তাঁকে দেওয়া হয়েছিল থাকার জন্য। সে সময় এক রাতে আচমকাই মহারাজ তাঁর ঘরে হাজির হয়ে তাঁকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। বাধ্য হয়ে তা মেনে নিতে হয় বলে জানান অভিযোগকারিণী। এভাবেই দিনের পর দিন তাঁর ওপর শারীরিক অত্যাচার চালাতেন মহারাজ। এমনকি, তিনি সন্তানসম্ভবা হয়ে পড়লে জোর করে তাঁর গর্ভপাত করানো হয়। গোটা ঘটনা জানিয়ে গত বৃহস্পতিবার তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও এই অভিযোগ নিয়ে বিশেষ মাথা ঘামাননি মহারাজ।
এমন অভিযোগ প্রকাশ্যে আসতেই কার্তিক মহারাজের পাশে দাঁড়িয়েছে বিজেপি (BJP)। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (MP Sukanta Majumdar) বলেন, ‘আদৌও এই অভিযোগ কতটা সত্য, তদন্ত হোক। কিন্তু, এমন যেন না হয় কেউ হিন্দুদের পক্ষে কথা বলার জন্য তাঁকে বিপদে ফেলতে হবে!’ সুকান্তের এই মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল নেতা কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh) বলেন, ‘কার্তিক মহারাজের বিরুদ্ধে ভদ্রমহিলা যে বয়ান দিয়েছেন, তারপরে লজ্জা করছে না সুকান্ত মজুমদারের কথা বলতে? এই লোকেরা ধর্মকে কলুষিত করছে।’