রাওয়ালপিন্ডিঃ সমালোচনার মুখে অবশেষে সিদ্ধান্ত বদল। বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের কেন্দ্র বদল। করাচির বদলে রাওয়ালপিন্ডিতে ম্যাচ সরানো হচ্ছে। ২১ অগাস্ট রাওয়ালপিন্ডিতেই প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট (৩০ অগাস্ট শুরু) হওয়ার কথা ছিল করাচির ন্যাশনাল স্টেডিয়ামে।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য করাচি স্টেডিয়ামে সংস্কারের কাজ চলছে। যে কারণে গ্যালারি দর্শকশূন্য রেখে দ্বিতীয় টেস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যা নিয়ে সমালোচনার মুখে পড়ে পাক ক্রিকেট বোর্ড। প্রাক্তন ক্রিকেটার কামরান আকমল যাকে ক্রিকেট ইতিহাসের সেরা ‘তামাশা’ আখ্যা দেন। তোপ দাগেন, এটা আন্তর্জাতিক ক্রিকেট, তামাশার জায়গা নয়।
শেষপর্যন্ত বাধ্য হয়ে মত বদল। করাচির বদলে রাওয়ালপিন্ডিতে প্রথম এবং দ্বিতীয়, দুইটি টেস্ট আয়োজনের সিদ্ধান্ত নিল পাক বোর্ড। বোর্ডের তরফে বলা হয়েছে, কনস্ট্রাকশনের কাজের জন্য তীব্র আওয়াজের পাশাপাশি বাতাসে পলিউশনের মাত্রা বেশি হবে। ক্রিকেটাররা সমস্যায় পড়বে। সবদিক খতিয়ে দেখেই কেন্দ্রবদল।