উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ ১৫ মাস পর টেস্ট জয়ের স্বাদ পেল পাকিস্তান। সম্প্রতি দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হয়েছে বাবর আজমরা। শুক্রবার আবার জিতল টেস্ট ম্যাচ। সেটাও আবার বেন স্টোকসের ইংল্যান্ডের বিরুদ্ধে। বাবর আজম, শাহিন আফ্রিদিদের বাদ দিয়ে খেলতে নেমে পাকিস্তান জিতল ১৫২ রানে। এর আগে পাকিস্তান টেস্ট ম্যাচ জিতেছিল শ্রীলংকার বিরুদ্ধে।
মুলতানের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ইনিংস এবং ৪৭ রানে হেরেছিল পাকিস্তান। মনে করা হচ্ছিল এই সিরিজে পাকিস্তানের পক্ষে ফেরত আসা কঠিন হবে। কিন্তু ফের মুলতানের পিচেই ব্রিটিশদের পালটা জবাব দিল পাকিস্তান। পাকিস্তান দ্বিতীয় টেস্টে বিশ্রাম দিয়েছিল নাসিম শাহ, বাবর এবং শাহিনকে। বাবরের বদলে দলে এসেই কামাল করেন কামরান গুলাম। অভিষেক টেস্টেই শতরান করেন তিনি। পাকিস্তান প্রথম ইনিংসে করে ৩৬৬ রান। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড শেষ হয়ে যায় ২৯১ রানে। ইংরেজ ওপেনার বেন ডাকেট ১১৪ রান করেন। পাকিস্তানের হয়ে অফ স্পিনার সাজিদ খান তুলে নেন ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসে ২২১ রান করে পাকিস্তান। সলমন আঘা করেন ৬৩ রান। ইংল্যান্ডের সামনে ২৯৭ রানের লক্ষ্য রেখেছিল শান মাসুদের দল। কিন্তু পাকিস্তানের স্পিনার সাজিদ ও নোমান আলির স্পিনের কাছে আত্মসমপর্ণ করে ইংল্যান্ডের ব্যাটাররা। ম্যাচে ৯ উইকেট নেন সাজিদ। নোমান দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট নেন।
৩৮ বছরের নোমান পাকিস্তানের হয়ে ১৬টি টেস্ট খেলেছেন। নিয়েছেন ৫৮টি উইকেট। এই প্রথম কোনও ম্যাচে ১০ উইকেট নিলেন তিনি। মুলতানে প্রথম ইনিংসে তিনটি উইকেট নিয়েছিলেন নোমান। দ্বিতীয় ইনিংসে নিলেন আটটি। নোমান এবং সাজিদ মিলেই ইংল্যান্ডের ২০টি উইকেট তুলে নিলেন। পাকিস্তান জিতে যায় ১৫২ রানে।