উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার ঘটনাকে (Pahalgam terror attack) ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করে এবার ভারতের বিরুদ্ধে পালটা শান্তিভঙ্গের অভিযোগ তুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif)।
সম্প্রতি ‘বন্ধু’ দেশ আজারবাইজানে (Azerbaijan) ইকোনমিক কো-অপারেশন অর্গানাইজেশনের (ECO) শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে পহেলগাঁওয়ে হামলার প্রসঙ্গ টেনে শাহবাজ বলেন, ‘জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার ঘটনাটি দুর্ভাগ্যজনক। কিন্তু সেই ঘটনার পর পাকিস্তানের প্রতি ভারতের অপ্রয়োজনীয় এবং বেপরোয়া শত্রুতা ছিল আঞ্চলিক শান্তি নষ্ট করার আরও একটি প্রচেষ্টা।’
শুধু তাই নয়, ফের কাশ্মীর ইস্যু টেনে সেখানকার নিরীহ মানুষের উপর চলা ‘বর্বর’ কর্মকাণ্ডের নিন্দাও করেন পাক প্রধানমন্ত্রী। পাশাপাশি গাজা এবং ইরানে হামলা চালানো নিয়েও নাম না করে ইজরায়েলকে কটাক্ষও করেন তিনি। শাহবাজ বলেন, ‘গাজা, কাশ্মীর বা ইরান, বিশ্বের যে কোনও জায়গায় যারা নিরীহ মানুষের উপর বর্বর কর্মকাণ্ড চালায়, তাদের বিরুদ্ধে পাকিস্তান দৃঢ়ভাবে দাঁড়ায়।’
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক সহ ২৬ জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনার দায় স্বীকার করেছিল পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। আর এরপরই পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ তুলে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে শুরু করে ভারত। এই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছিল ভারত। আর ভারত ‘অপারেশন সিঁদুর’ চালানোর পর পাকিস্তানকে সমর্থনকারী দেশগুলির মধ্যে একটি ছিল আজারবাইজান। এবার সেই আজারবাইজানে দাঁড়িয়েই ভারতের বিরুদ্ধে সরব হলেন শাহবাজ।